টম ক্রুজের প্রশংসায় পঞ্চমুখ অনিল কাপুর

1 week ago 7

বলিউডের প্রথাগত মানসিকতা থেকে আন্তর্জাতিক দৃষ্টিভঙ্গির দিকে ধীরে ধীরে পরিবর্তনের একটি জ্বলন্ত উদাহরণ হয়ে থাকলেন অভিনেতা অনিল কাপুর। সম্প্রতি এক স্মৃতিচারণে তিনি ২০১১ সালের ‘মিশন: ইম্পসিবল – ঘোস্ট প্রোটোকল’-এ হলিউড সুপারস্টার টম ক্রুজের সঙ্গে কাজের অভিজ্ঞতা ভাগ করেছেন।

অনিল কাপুর ফিল্ম কম্প্যানিয়নের সঙ্গে আলাপচারিতায় বলেন, ‘যখন আমি এই প্রজেক্টে যুক্ত হলাম, তখন কিছু সহকর্মী বলেছিলেন, ‘টম ক্রুজে আর সেই আগের জাদু নেই’। আমি তখন বলেছিলাম, তোমরা শীঘ্রই বুঝবে, তিনি এখনও কতটা অসাধারণ।’

‘ঘোস্ট প্রোটোকল’-এর অ্যাকশন দৃশ্যগুলোতে অংশ নেওয়া অনিলের জন্য ছিল এক অনন্য অভিজ্ঞতা। তিনি জানান, “আমি এমন মানুষকে সত্যিই শ্রদ্ধা করি। তখন অনেকেই সন্দিহান ছিল, কিন্তু এখন ‘টপ গান: ম্যাভেরিক’-এর পর সবাই তার ভক্ত।”

অনিল কাপুর বলেন, তিনি দীর্ঘদিন ধরেই বলিউড সহকর্মীদের আন্তর্জাতিক প্রজেক্টে কাজ করার জন্য উৎসাহিত করেছেন। “আমি বলতাম, ‘ইন্টারন্যাশনাল কাম ভি করো’, কিন্তু তারা বলত, ‘না, ভারতেই যথেষ্ট সুযোগ আছে’। পরে বুঝতে পারলাম, অনেকেই গোপনে লস অ্যাঞ্জেলেস, নেটফ্লিক্স ও অ্যামাজনের মতো প্ল্যাটফর্মে কাজ করছে।”

অনিলের আন্তর্জাতিক যাত্রা শুরু হয়েছিল ‘ঘোস্ট প্রোটোকল’-এর ব্রিজ নাথের চরিত্র থেকে। এরপর তিনি আমেরিকান ও ভারতীয় সংস্করণের ‘২৪’ সিরিয়াল পর্যন্ত কাজ করেছেন। সম্প্রতি তাকে দেখা গেছে হৃতিক রোশন ও জুনিয়র এনটিআর অভিনীত অ্যাকশন ছবি ‘ওয়ার ২’-এ, এবং পরবর্তী প্রকল্প হলো বহুল প্রত্যাশিত ‘অ্যানিমেল পার্ক’।

Read Entire Article