মাঠের খেলায় প্রমাণ হয়ে গেছে এবারের বিপিএলে সবচেয়ে বাজে দল ঢাকা ক্যাপিটালস। ব্যাটাররা ভালো রান করছেন; কিন্তু সেই রান ডিফেন্ড করতে পারছেন না বোলাররা। নেতৃত্বও প্রশ্নবিদ্ধ দলটির। শ্রীলঙ্কার থিসারা পেরেরার কাঁধে নেতৃত্বের দায়িত্ব।
টানা ৬ ম্যাচ হেরেছে দলটি। আগের ম্যাচে ১৯৪ রান করেও সিলেট স্ট্রাইকার্সকে হারাতে পারেনি বোলারদের ব্যর্থতার কারণে। আজ মাঠে নামছে তারা সপ্তম ম্যাচ খেলতে। প্রতিপক্ষ দূর্বার রাজশাহী।
এনামুল হক বিজয়ের নেতৃত্বে দূর্বার রাজশাহী ৫ ম্যাচের ২টিতে জয় পেয়েছে। হেরেছে তিনটিতে। যে দুটিতে জয় পেয়েছে, তার একটি ঢাকা ক্যাপিটালস। প্রথম দেখায় ঢাকাকে ৭ উইকেটে হারিয়েছে রাজশাহী। ওই ম্যাচে ১৭৪ রান করেছিলো ঢাকা ক্যাপিটালস। জবাবে ১১ বল হাতে রেখেই জয় তুলে নেয় রাজশাহীর ব্যাটাররা।
ঢাকা কী পারবে আজ, লাকি সেভেনকে সত্যি সত্যি লাকি বানাতে? পারবে কী প্রথম জয়ের দেখা পেতে? সব প্রশ্নের উত্তর জানতে ম্যাচে চোখ রাখতে হবে। তার আগে, দূর্বার রাজশাহী অধিনায়ক এনামুল হক বিজয়ের সঙ্গে টস করতে নেমে হেরেছেন ঢাকার অধিনায়ক পেরেরা।
টস জিতে তিনি প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়ে ব্যাট করার আমন্ত্রণ জানিয়েছেন ঢাকার অধিনায়ককে।
আইএইচএস/