টস জিতে পাপুয়া নিউগিনিকে ব্যাট করতে পাঠালো ওয়েস্ট ইন্ডিজ

3 months ago 50

বিশ্বকাপের অন্যতম দাবিদার স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজের বিশ্বকাপ শুরু হচ্ছে আজ থেকে। পাপুয়া নিউগিনির অধিনায়ক আসাদ ভালার সঙ্গে এরই মধ্যে টস করে ফেলেছেন ক্যারিবীয় দলের অধিনায়ক রোভম্যান পাওয়েল।

গায়ানার জর্জটাউনে অবস্থিত প্রোভিডেন্স স্টেডিয়ামে টস জিতেছেন ওয়েস্ট ইন্ডিজ অধিনায়কই। টস জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছেন তিনি। ব্যাট করার আমন্ত্রণ জানিয়েছেন পাপুয়া নিউগিনির অধিনায়ক আসাদ ভালাকে।

পাপুয়া নিউগিনি বলে শক্তি বাঁচিয়ে রেখে খেলতে নামছে না ক্যারিবীয়রা। পূর্ণ শক্তির একাদশই গঠন করেছে তারা। গত দুই বিশ্বকাপে ক্যারিবীয়রা যেভাবে নিজেদের প্রতি অবিচার করেছে, সেখান থেকে বের হয়ে আসার লক্ষ্যেই বিশ্বকাপ শুরু করতে যাচ্ছে রোভম্যান পাওয়েলের দল।

ওয়েস্ট ইন্ডিজ একাদশ

জনসন চার্লস, ব্রেন্ডন কিং, নিকোলাস পুরান (উইকেটরক্ষক), রস্টোন চেজ, রোভম্যান পাওয়েল (অধিনায়ক), শেরফানে রাদারাফোর্ড, আন্দ্রে রাসেল, রোমারিও শেফার্ড, আকিল হোসেইন, অ্যালজারি জোসেফ, গুদাকেশ মোতি।

পাপুয়া নিউগিনি একাদশ

টনি উরা, আসাদ ভালা (অধিনায়ক), সেসে বাউ, হিরি হিরি, চার্লস আমিনি, কিপলিং দোরিগা, আলেই নাও, চাদ সপার, কাবুয়া মোরেয়া, জন কারিকো।

আইএইচএস/

Read Entire Article