টস জিতে পাপুয়া নিউগিনিকে ব্যাটিংয়ে পাঠালো উগান্ডা

4 months ago 66

পাপুয়া নিউগিনি এবং উগান্ডা দুই দলই এবারের বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে হেরেছে। পাপুয়া নিউগিনি অবশ্য ১৩৬ রান করেও ওয়েস্ট ইন্ডিজকে কঠিন পরীক্ষায় ফেলে দিয়েছিল। ১৯ ওভার লাগে ক্যারিবীয়দের জিততে।

অন্যদিকে জিম্বাবুয়েকে হারিয়ে বিশ্বকাপে আসা উগান্ডা নিজেদের প্রথম ম্যাচে বড় টুর্নামেন্টের কঠিন পরীক্ষা আঁচ করতে পেরেছে। আফগানিস্তানের বিপক্ষে ১৮৪ তাড়া করতে গিয়ে ৫৮ রানেই অলআউট হয় দলটি।

দুই দলই বিশ্বকাপে প্রথম জয়ের খোঁজে। উগান্ডা এবারই প্রথমবার টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলছে। তবে পাপুয়া নিউগিনি ২০২১ সালে প্রথম সুযোগ পায়। সে বিশ্বকাপে চার ম্যাচে একটিতেও জিততে পারেনি।

গায়ানার প্রভিডেন্স স্টেডিয়ামে আজ (বৃহস্পতিবার) টস জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছেন উগান্ডার অধিনায়ক ব্রায়ান মাসাবা। অর্থাৎ পাপুয়া নিউগিনি প্রথমে ব্যাট করবে।

এমএমআর/

Read Entire Article