টস জিতে বাংলাদেশকে ব্যাটিংয়ে পাঠালো ওয়েস্ট ইন্ডিজ

2 months ago 20

সেন্ট কিটসের ওয়ার্নার পার্কে আগের ম্যাচে টস জিতে প্রথমে ব্যাট করতে নেমে ২৯৪ রান করেও হারতে হয়েছিলো বাংলাদেশকে। এবার সেই একই মাঠে টস জিততে পারেননি বাংলাদেশ অধিনায়ক মেহেদী হাসান মিরাজ। তবুও, প্রথম ব্যাট করার সুযোগ পেয়ে গেলেন তিনি। টস জিতে বাংলাদেশকে ব্যাট করার আমন্ত্রণ জানালেন ওয়েস্ট ইন্ডিজ অধিনায়ক সাই হোপ।

প্রথম ম্যাচে টস জিতে মিরাজ বলেছিলেন, রান হবে ২৮০’র আশপাশে। বাংলাদেশ করেছিলো ২৯৪ রান; কিন্তু ব্যাটাররা ভালো করলেও বোলার এবং ফিল্ডারদের ব্যর্থতায় হারতে হয়েছিলো টাইগারদের।

এবার টস হেরে ব্যাট করার সুযোগ পাওয়ার পর বাংলাদেশ অধিনায়ক মেহেদী হাসান মিরাজ বলেন, ‘উইকেট বেশ ভালো। আগেরটার মতোই উইকেট মনে হচ্ছে। সুতরাং, আমাদের স্পিনাররা বেশ ভালো একটা সুযোগ পেতে যাচ্ছে। আর জিততে হলে তো ভালো একটি স্কোর গড়তেই হবে।’

তাসকিন আহমেদকে বাদ দিয়ে এই ম্যাচের একাদশে নেয়া হয়েছে শরিফুল ইসলামকে। ওয়েস্ট ইন্ডিজ দলেও একটি পরিবর্তন এসেছে। অভিষে হচ্ছে মারকুইনো মিন্ডলের।

সকালের শিশির ভেজা উইকেটে বোলাররা বেশ ভালো করতে পারবে। এ কারণে প্রথমে বোলিংয়ের সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে জানালেন ক্যারিবীয় কোচ সাই হোপ।

বাংলাদেশ একাদশ

তানজিদ হাসান তামিম, সৌম্য সরকার, লিটন দাস (উইকেটরক্ষক), মেহেদী হাসান মিরাজ (অধিনায়ক), আফিফ হোসেন ধ্রুব, মাহমুদউল্লাহ রিয়াদ, জাকের আলী অনিক, রিশাদ হোসেন, তানজিম হাসান সাকিব, নাহিদ রানা ও শরিফুল ইসলাম।

ওয়েস্ট ইন্ডিজ একাদশ

ব্রেন্ডন কিং, এভিন লুইস, কিসি কার্টি, সাই হোপ (অধিনায়ক ও উইকেটরক্ষক), শেরফানে রাদারফোর্ড, রস্টোন চেজ, রোমারিও শেফার্ড, জাস্টিন গ্রিভস, মারকুইনো মিন্ডলে, গুদাকেশ মোতি, জাইডেন সিলস।

আইএইচএস/

Read Entire Article