টস জিতে ব্যাটিংয়ে ভারত, দুই তরুণের অভিষেক

2 months ago 27

পার্থে সিরিজের প্রথম টেস্টে অস্ট্রেলিয়ার বিপক্ষে টস জিতে ব্যাটিং করছে ভারত। ব্যাটিংয়ে নেমে শুরুতেই ধাক্কা খেয়েছে সফরকারীরা। দলীয় ৫ রানের মাথায় শূন্য করে ফিরেছেন জসশ্বী জয়সওয়াল।

এই ম্যাচে ভারতের হয়ে অভিষেক হয়েছে তরুণ পেসার হরশিত রানা ও অলরাউন্ডার নীতিশ রেড্ডির। আর অস্ট্রেলিয়ার হয়ে ব্যাগি গ্রিন টুপি পেয়েছেন নাথান ম্যাকসুয়েনি।

ভারতীয় একাদশ
লোকেশ রাহুল, জশস্বী জয়সওয়াল, দেবদূত পাডিক্কাল, বিরাট কোহলি, ঋষভ পন্ত, ধ্রুব জুরেল, নীতিশ রেড্ডি, ওয়াশিংটন সুন্দর, হরশিত রানা, যশপ্রীত বুমরা (অধিনায়ক) ও মোহাম্মদ সিরাজ।

অস্ট্রেলিয়া একাদশ
উসমান খাজা, নাথান ম্যাকসুয়েনি, মারনাস লাবুশেন, স্টিভেন স্মিথ, ট্রাভিস হেড, মিচেল মার্শ, অ্যালেক্স ক্যারি, প্যাট কামিন্স (অধিনায়ক), মিচেল স্টার্ক, নাথান লায়ন, জশ হ্যাজলউড।

এমএমআর/এমএস

Read Entire Article