টস হেরে ব্যাট করতে নেমে বিপর্যয়ে বাংলাদেশ

2 weeks ago 19

ওয়ানডে সিরিজে হোয়াইটওয়াশ হওয়ার পর আজ ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে শুরু হয়েছে বাংলাদেশের টি-২০ সিরিজ। সেন্ট ভিনসেন্টের কিংসটাউনের আর্নস ভ্যালে গ্রাউন্ডে শুরুতেই টস হারলেন বাংলাদেশ অধিনায়ক লিটন দাস। টস হারলেও শুরুতে ব্যাট করার সুযোগ পেয়েছেন তিনি।

টস জিতে বাংলাদেশকে ব্যাট করার আমন্ত্রণ জানান ক্যারিবীয় অধিনায়ক রোভম্যান পাওয়েল। টস হেরে ব্যাট করতে নেমে অবশ্য শুরু থেকেই বিপর্যয়ে বাংলাদেশ দলের ব্যাটিং। সৌম্য সরকার ছাড়া আর কোনো ব্যাটারই বলতে গেলে সেভাবে দাঁড়াতে পারেননি। একের পর এক উইকেট বিলিয়ে দিয়ে এসেছেন।

শেষ পর্যন্ত সৌম্য সরকারও বোল্ড হয়ে ফিরে গেলেন। ৩২ বল খেলে ৪৩ রানে বোল্ড হয়ে যান ওবেদ ম্যাকয়ের বলে। এ রিপোর্ট লেখার সময় বাংলাদেশের রান ১৬ ওভার শেষে ১০৫। ৭ রান নিয়ে শামীম হোসেন পাটোয়ারী এবং ৯ রান নিয়ে ব্যাট করছেন শেখ মেহেদী হাসান।

বিস্তারিত আসছে...

আইএইচএস/

Read Entire Article