ঈদুল আজহা সামনে রেখে রাজধানীর ভাটারা ১০০ ফিট এলাকার পশুর হাটে হাজির হয়েছে ব্যতিক্রমী এক ছাগল—নাম ‘টাইগার’। প্রায় ১০০ কেজি ওজনের এই ছাগলটি ছোটখাটো গরুর মতো আকৃতির। মালিক সুলতান মাহমুদ ছাগলটির দাম চাচ্ছেন ১ লাখ ৭০ হাজার টাকা।
নওগাঁ থেকে ছাগলটি ঢাকায় এনেছেন সুলতান মাহমুদ। তিন বছর ধরে নিজ বাড়িতে আদর-যত্নে লালন-পালন করা এই ছাগলটির মাথা সাদা-কালো রঙের, গলায় কালো বৃত্ত, আর দেহের সাদা অংশে মেহেদির... বিস্তারিত