টাইম ম্যাগাজিনে ‘পারসন অব দ্য ইয়ার’ ট্রাম্প

2 weeks ago 11

টাইম ম্যাগাজিন ২০২৪ সালের ‘পারসন অফ দ্য ইয়ার’ হিসেবে ডোনাল্ড ট্রাম্পকে ঘোষণা করেছে। ম্যাগাজিনটি জানায়, ট্রাম্প তার ঐতিহাসিক প্রত্যাবর্তন এবং মার্কিন রাজনীতিতে নতুন পরিবর্তন আনার জন্য এই খেতাব পেয়েছেন। 

বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) টাইম ম্যাগজিনে প্রকাশিত এ ঘোষণায় বলা হয়, ২০২৪ সালে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে অভিষিক্ত হতে যাওয়া ট্রাম্প তার নেতৃত্বে আমেরিকার প্রেসিডেন্সি নতুনভাবে সংজ্ঞায়িত করবেন এবং বিশ্ব রাজনীতিতে আমেরিকার ভূমিকা পরিবর্তন করবেন। খবর এএফপি।

ম্যাগাজিনে ট্রাম্পের পরিচিত লাল টাই পরা একটি চিন্তিত ভঙ্গিতে ছবি প্রচ্ছদে প্রকাশিত হয়েছে। টাইমের সম্পাদকীয় বোর্ড জানায়, ডোনাল্ড ট্রাম্প এক প্রজন্মে একবার ঘটে যাওয়া রাজনৈতিক পরিবর্তন ঘটিয়েছেন এবং আমেরিকান রাজনীতিতে তিনি নতুন দিশা দিয়েছেন।

প্রসঙ্গত, ২০১৬ সালে প্রথমবার ট্রাম্প ‘পারসন অফ দ্য ইয়ার’ খেতাব পেয়েছিলেন যখন তিনি হিলারি ক্লিনটনকে হারান। এবার, ২০২৪ সালে ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিসকে হারিয়ে তিনি আবারও এই খেতাব পেলেন।

এদিকে ২০২৪ সালটি ট্রাম্পের জন্য অনেক বিতর্ক এবং চ্যালেঞ্জে ভরা ছিল। ব্যবসায়িক প্রতারণার অভিযোগে দোষী সাব্যস্ত হওয়া, দুবার হত্যাচেষ্টার শিকার হওয়া সত্ত্বেও তিনি রিপাবলিকান পার্টির নেতৃত্বে ফিরে এসেছেন এবং নির্বাচনে জয়ী হয়ে হোয়াইট হাউসে ফিরছেন।

টাইম ম্যাগাজিন জানায়, ট্রাম্প এমন একটি সময়ে রাজনীতির কেন্দ্রবিন্দুতে ছিলেন, যখন জনগণের বিশ্বাস প্রতিষ্ঠানগুলোর ওপর কমে গেছে এবং উদার মূল্যবোধ নিয়ে সন্দেহ তৈরি হয়েছে। ট্রাম্প এই পরিবর্তনের একজন প্রধান চালক।

এছাড়া, ট্রাম্প অবৈধ অভিবাসীদের বিতাড়ন এবং বড় বাণিজ্যিক পদক্ষেপ নেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন। তিনি ইউক্রেনের প্রতি মার্কিন সমর্থন নিয়েও সন্দেহ প্রকাশ করেছেন। বর্তমানে, তিনি ফ্লোরিডার মার-এ-লাগো এস্টেটে বিদেশি নেতাদের সঙ্গে আলোচনা করে ইতোমধ্যেই, ছায়া প্রেসিডেন্ট হিসেবে কাজ শুরু করেছেন।

এ বছর ‘পারসন অফ দ্য ইয়ার’ খেতাবের জন্য ট্রাম্প ছাড়াও মেক্সিকোর প্রেসিডেন্ট ক্লদিয়া শেইনবাম, ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এবং রাশিয়ার বিরোধী নেতা অ্যালেক্সি নাভালনির স্ত্রী ইউলিয়া নাভালনিও মনোনীত হন।

Read Entire Article