টাইলক্সের উদ্যোগে বিশ্ব টয়লেট দিবস উদযাপন

1 day ago 4

জাঁকজমকপূর্ণ আয়োজনে বিশ্ব টয়লেট দিবস উদযাপন করেছে টাইলক্স। এ উপলক্ষে মঙ্গলবার (১৯ নভেম্বর) রাজধানীর ওয়েস্টিন হোটেলে এক জমকালো পরিবেশে তারকাদের নিয়ে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

এ বছরের বিশ্ব টয়লেট দিবসের প্রতিপাদ্য ‘আ প্লেস ফর পিস’ কে সামনে রেখে এই অনুষ্ঠান থেকে টাইলক্সের পক্ষ থেকে উদ্বোধন করা হয় ‘টাইলক্স হাইজিনিক আবাস’ ক্যাম্পেইন।

‘দুস্থ মানুষের টয়লেট নির্মাণে পাশে থাকুন টাইলক্স কিনে’ স্লোগান নিয়ে, এই ক্যাম্পেইনটির মাধ্যমে পুরো নভেম্বর মাসজুড়ে প্রতিটি টাইলক্স টয়লেট ক্লিনার বিক্রির টাকা থেকে ১০ টাকা দেওয়া হবে সারা দেশে সুবিধাবঞ্চিত মানুষের জন্য হাইজিনিক টয়লেট নির্মাণের কাজে।

রিমার্ক-হারল্যানের ডিরেক্টর শাকিব খান বলেন, অত্যাধুনিক সব পণ্য তৈরির পাশাপাশি আগামী প্রজন্মের জন্য একটি সুন্দর পৃথিবী দেখতে চায় টাইলক্স। আর তাই, পরিবেশের সুরক্ষা নিশ্চিত করে টাইলক্স হাইজিনিক টয়লেট ক্লিনার উৎপাদন হচ্ছে দেশের সবচেয়ে বড় টয়লেট ক্লিনার ম্যানুফ্যাকচারিং প্ল্যান্টে, সর্বাধুনিক প্রযুক্তি ও সর্বোচ্চ গুণগতমানসম্পন্ন কাঁচামাল ব্যবহার করে।

তিনি বলেন, রিমার্ক-হারল্যান সবসময়ই গণমানুষের সুবিধা-অসুবিধাকে অগ্রাধিকার দেয়। তারই ধারাবাহিকতায় টাইলক্সের এই উদ্যোগ। যা সত্যিই প্রশংসার দাবি রাখে। সুবিধাবঞ্চিত মানুষের কথা মাথায় রেখে করা তাদের এই কার্যক্রমের মাধ্যমে শুধু স্বাস্থ্যসম্মত টয়লেটই নির্মাণ হবে না বরং এটি সাধারণ মানুষের মাঝে হাইজিন সম্বন্ধে সচেতনতা তৈরিতেও সহায়ক হবে।

রিমার্ক-হারল্যানের ক্যাটেগরি হেড, হোম অ্যান্ড পার্সোনাল কেয়ার মারুফুর রহমান বলেন, দেশের সর্ববৃহৎ ফ্যাক্টরিতে সর্বাধুনিক প্রযুক্তিতে উৎপাদিত টাইলক্স নিয়ে এসেছে টাইলক্স হাইজিনিক আবাস ক্যাম্পেইন। যার মাধ্যমে আমরা সবার মাঝে এক শান্তির বার্তা পৌঁছে দিতে চাই।

রিমার্ক এলএলসি ইউএসএর অ্যাফিলিয়েটেড প্রতিষ্ঠান রিমার্ক এইচবি বাংলাদেশের হাইজিনিক টয়লেট ক্লিনিং ব্র্যান্ড টাইলক্সের ব্যবস্থাপনা পরিচালক আশরাফুল আম্বিয়া বলেন, নকল ও ভেজালমুক্ত পণ্য ব্যবহার করে দেশের মানুষ যাতে গ্লোবাল স্ট্যান্ডার্ড অব লিভিং অনুযায়ী সবরকম সুযোগ সুবিধা পেতে পারে তাই রিমার্কের লক্ষ্য।

সুবিধাবঞ্চিত মানুষদের কল্যাণে টাইলক্সের ‘হাইজিনিক আবাস’ ক্যাম্পেইনটি জনসাধারণের মাঝে ব্যাপক সাড়া ফেলবে বলে মনে করছেন সবাই। 

Read Entire Article