টাকা লেনদেনের অভিযোগে প্রিসাইডিং অফিসারসহ ৩ জন আটক

3 months ago 25

বরিশালের গৌরনদী পৌরসভায় মেয়র পদে উপ-নির্বাচনে টাকা লেনদেনের অভিযোগে প্রিসাইডিং অফিসারসহ তিনজনকে আটক করা হয়েছে।

তারা হলেন, প্রিসাইডিং কর্মকর্তা মো. সাইদুর রহমান ও সহকারী প্রিসাইডিং কর্মকর্তা সঞ্জয় কুমার ভদ্র এবং দেলোয়ার হোসেন।

বুধবার (২৬ জুন) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার সরকারি পাইলট মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্র থেকে তাদের আটক করা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন গৌরনদী মডেল থানার ওসি (তদন্ত) মাজহারুল ইসলাম। তিনি বলেন, আটকদের কাছ থেকে ২৩ হাজার টাকা উদ্ধার করা হয়েছে।

গৌরনদী পৌরসভার মেয়র হারিছুর রহমান পদত্যাগ করে উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হয়ে পরাজিত হয়েছেন। তার পদত্যাগের কারণে মেয়র পদে উপ-নির্বাচনের তফসিল ঘোষণা করেন জেলার জ্যেষ্ঠ নির্বাচন অফিসার।

এ পৌরসভার প্রায় ৩৭ হাজার ২৪৩ জন ভোটার নয়টি ওয়ার্ডের ১৪টি কেন্দ্রে প্রথমবারের মতো ইভিএমের তাদের ভোটাধিকার প্রয়োগ করছেন।

নির্বাচনে শুধুমাত্র মেয়র পদে চারজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। সকাল ৮টা থেকে শুরু হয়েছে ভোটগ্রহণ, যা চলবে বিকেল ৪টা পর্যন্ত।

শাওন খান/জেডএইচ/এএসএম

Read Entire Article