টাঙ্গাইলে ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার

2 months ago 27

বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে গুলি ও হামলার মামলায় টাঙ্গাইলের কালিহাতী উপজেলার বীর বাসিন্দা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ছোহরাব আলীকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) তাকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ জানায়, গত ৪ আগস্ট টাঙ্গাইল শহরের সিটি মার্কেট এলাকায় বৈষম্যবিরোধী ছাত্র-জনতা আন্দোলনে আন্দোলনকারীদের হত্যার উদ্দেশ্যে গুলি ও মারপিট করা হয়। পরে এ ঘটনায় লতিফ মিয়া নামের এক ব্যক্তি গত ১৩ নভেম্বর বাদী হয়ে মামলা দায়ের করেন। এ মামলায় প্রায় ১৫০ জন‌কে অজ্ঞাত আসামি করা হয়। ওই মামলার আসামি হিসেবে তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে।

জানা যায়, কালিহাতীর বীর বাসিন্দা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ছোহরাব আলীর বিরুদ্ধে জমি দখল, হামলা, হামলাসহ একাধিক অভিযোগ রয়েছে। তিনি বীর বাসিন্দা ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি, পাশাপাশি দাপট দেখিয়ে সাধারণ মানুষকে নানা হয়রানি করতেন। তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে বলেও জানা গেছে।

টাঙ্গাইল সদর থানার ওসি তানবীর আহম্মেদ বলেন, চেয়ারম‌্যান‌কে আটক ক‌রে ডি‌বি পু‌লিশ হস্তান্তর ক‌রে‌ছে। পরে দুপুরে ৫ দিনের রিমান্ড চেয়ে তাকে আদালতে পাঠানো হয়েছে।

Read Entire Article