টাঙ্গাইলে উদ্ধার হওয়া ১১ মর্টার শেল যমুনা নদীতে বিস্ফোরণ

3 months ago 49

টাঙ্গাইলের ভূঞাপুরে উদ্ধার করা ১১টি মর্টার শেল বিস্ফোরিত করা হয়েছে। বৃহস্পতিবার (১২ জুন) উপজেলার নলিন এলাকায় যমুনা নদীতে শেলগুলো বিস্ফোরণ করে সেনাবাহিনীর বোমা ডিসপোজাল টিম।

ভূঞাপুরে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম রেজাউল করিম বলেন, বুধবার (১১ জুন) রাতে উপজেলার পাটিতাপাড়া এলাকার যমুনা নদীর তীর থেকে অবিস্ফোরিত ১১টা মর্টার শেল উদ্ধার করে সেনা ক্যাম্পে পাঠানো হয়েছিল। পরে সেগুলো বৃহস্পতিবার সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত নলিন এলাকায় যমুনা নদীতে বিস্ফোরিত করা হয়।

এ সময় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. তারিকুল ইসলাম ও সেনাবাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।

এর আগে বুধবার সন্ধ্যায় উপজেলার নিকরাইল ইউনিয়নের পাটিতাপাড়ার শাহাদত নামে এক ব্যক্তি যমুনা নদীতে মাছ ধরতে গিয়ে মর্টার শেলগুলো দেখতে পান। হঠাৎ এসব বস্তু দেখে তিনি আতঙ্কিত হয়ে পড়েন।

এরপর আশপাশের লোকজনকে জানালে পুলিশকে খবর দেওয়া হয়। পরে পুলিশ গিয়ে শেলগুলো উদ্ধার করে।

এলাকাবাসীর দাবি, ১৯৭১ সালে এই পাটিতাপাড়া ও মাটিকাটা যমুনা নদীর তীরে পাকিস্তানি বাহিনীর একটি যুদ্ধ জাহাজ ধ্বংস হয়েছিল। ধারণা করা হচ্ছে, সেই জাহাজ থেকেই শেলগুলো নদীর তীরে চলে আসে।

আব্দুল্লাহ আল নোমান/জেডএইচ/জেআইএম

Read Entire Article