টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার সিট মামুদপুর গ্রামে দেশের সবচেয়ে বয়স্ক দুই ব্যক্তির সন্ধান পাওয়া গেছে। স্থানীয়দের দাবি, কলিমউদ্দিন সিকদারের বয়স ১৩২ বছর এবং একই গ্রামের রাহাতুন নেছার বয়স ১২৬ বছর। তাদের দীর্ঘায়ু জীবন ও পরিশুদ্ধ ধর্মীয় জীবনধারা জানতে এবং দোয়া নিতে প্রতিদিনই বিভিন্ন বয়সী মানুষ আসছেন তাদের কাছে।
কলিমউদ্দিন সিকদারগ্রামের মৃত পিয়ার আলী সিকদারের ছেলে কলিমউদ্দিন সিকদার জন্মগ্রহণ করেন ১৮৯৩... বিস্তারিত