টাঙ্গাইলে প্রতিপক্ষের হামলায় ১২ মামলার আসামি নিহত

2 months ago 7

টাঙ্গাইলের গোপালপুরে প্রতিপক্ষের হামলায় হত্যা ও চাঁদাবাজিসহ এক ডজন মামলার আসামি চাকমা জাহাঙ্গীর (৪০) নিহত হয়েছেন।

বুধবার (২ জুলাই) ভোরে উপজেলার শাখারিয়া স্লুইস গেট এলাকায় এ ঘটনা ঘটে। নিহত জাহাঙ্গীর উপজেলার হেমনগর ইউনিয়নের মধ্য শাখারিয়া গ্রামের নাজিম উদ্দীনের ছেলে।

তার বিরুদ্ধে গোপালপুর, ভূঞাপুর ও মির্জাপুর থানায় মাদক, চাঁদাবাজি, নারী নির্যাতন ও সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগে এক ডজন মামলা রয়েছে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, মঙ্গলবার গভীর রাতে জাহাঙ্গীর অজ্ঞাত স্থান থেকে ঝাওয়াইল ইউনিয়নের সোনামুই বাজারে যান। সেখান থেকে নলিন বাজারে ফেরার পথে শাখারিয়া স্লুইস গেট এলাকায় তার ওপর হামলা চালায় দুর্বৃত্তরা। এসময় তাকে কুপিয়ে জখম করে ফেলে রাখে।

স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে ভূঞাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। অবস্থা সংকটাপন্ন হলে তাকে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

গোপালপুরের হেমনগর পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ উমর আলী বলেন, জাহাঙ্গীরের বিরুদ্ধে এক ডজন মামলা রয়েছে। এছাড়া যমুনার ঘাটে অবৈধ বালু ব্যবসা নিয়ন্ত্রণ, মাদক কারবার, ছিনতাই, সড়ক পথে ডাকাতি, নারী নির্যাতন ও চাঁদাবাজির একটি গ্যাং চালাতেন চাকমা জাহাঙ্গীর। এদের অপরাধমূলক কর্মকাণ্ডের জন্য টাঙ্গাইল ও জামালপুরের যমুনা তীরের জনপদ অশান্ত হয়ে উঠেছিল।

গোপালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মুক্তাদির আশরাফ বলেন, পূর্ব শত্রুতার জের ধরে জাহাঙ্গীর প্রতিপক্ষের হাতে খুন হন। তার মরদেহ ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতালের মর্গে রয়েছে।

আব্দুল্লাহ আল নোমান/জেডএইচ/জিকেএস

Read Entire Article