টাঙ্গাইলে বিএনপি-কৃষক শ্রমিক জনতা লীগের পাল্টাপাল্টি ধাওয়া
টাঙ্গাইলের সখীপুরে কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী ও উপজেলা বিএনপির সভাপতি শাজাহান সাজুর পাল্টাপাল্টি বক্তব্যকে ঘিরে দুপক্ষের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটেছে। এ ঘটনায় ছাত্রদলের এক নেতা আহত হয়েছেন।
সোমবার (৯ ডিসেম্বর) দুপুরে সখীপুর পৌরশহরের প্রাণকেন্দ্র তালতলা চত্বরে এ ঘটনা ঘটে। এ সময় সেনাবাহিনী ও পুলিশ সদস্যরা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ আনে। সখীপুর থানার ওসি জাকির হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, শনিবার বিকেলে উপজেলা কৃষক শ্রমিক জনতা লীগের আয়োজনে বর্ধিত সভায় বঙ্গবীর কাদের সিদ্দিকী বর্তমান বিএনপিকে আগের আওয়ামী লীগের সঙ্গে তুলনা করে বলেছিলেন, আগে আওয়ামী লীগ যেখান থেকে চাঁদা নিত, এখন বিএনপি সেখান থেকে চাঁদা নেয়। এমন বক্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচার হওয়ার পর রাতেই উপজেলা বিএনপি ও তাদের সহযোগী সংগঠনের নেতাকর্মীরা মিছিল নিয়ে পৌরশহরের প্রাণকেন্দ্র তালতলা চত্বরে এসে জড়ো হন। তাৎক্ষণিক প্রতিবাদ সভায় উপজেলা বিএনপির সভাপতি বীর মুক্তিযোদ্ধা শাজাহান সাজু কাদের সিদ্দিকীকে ‘ভারতের দালাল ও শেখ হাসিনার প্রেতাত্মা’ ও গালমন্দ করেন। তার বক্তব্যও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।
কাদের সিদ্দিকীকে গালমন্দ করার প্রতিবাদে উপজেলা কৃষক শ্রমিক জনতা লীগ সোমবার সকাল ১০টার দিকে কাদের সিদ্দিকীর সখীপুরের বাসভবনে একটি সভা ডাকে। সভা শেষে কৃষক শ্রমিক জনতা লীগের নেতাকর্মীরা লাঠিতে গামছা বেঁধে মিছিল নিয়ে তালতলা চত্বরের দিকে আসতে থাকেন। এদিকে বেলা ১১টার দিকে উপজেলা বিএনপির নেতাকর্মীরা তালতলা চত্বরে কাদের সিদ্দিকীর বিরুদ্ধে একটি প্রতিবাদ সভা ডাকেন। কৃষক শ্রমিক জনতা লীগের মিছিলটি থানা পার হয়ে ডাকঘরের সামনে এসে তালতলা চত্বরের দিকে এগোতে থাকে। একপর্যায়ে দুপক্ষের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটে। এ সময় প্রতিপক্ষের লাঠির আঘাতে উপজেলা ছাত্রদলের সাবেক সদস্য নাঈম শিকদার (২৫) আহত হন। তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
উপজেলা কৃষক শ্রমিক জনতা লীগের সাধারণ সম্পাদক ও সখীপুর পৌরসভার সাবেক মেয়র সানোয়ার হোসেন বলেন, বঙ্গবীর কাদের সিদ্দিকীকে অকথ্য ভাষায় গালিগালাজ করার প্রতিবাদে আমরা শান্তিপূর্ণ মিছিল করছিলাম। আমাদের মিছিলের ওপর বিএনপি নেতাকর্মীরা হামলা করেছে। এতে আমাদের কয়েকজন নেতাকর্মী আহত হয়েছেন।
উপজেলা বিএনপির সভাপতি বীর মুক্তিযোদ্ধা শাজাহান সাজু বলেন, আমরা তালতলা চত্বরে শান্তিপূর্ণভাবে প্রতিবাদ সমাবেশ করছিলাম। এমন সময় লাঠির মধ্যে গামছা বেঁধে কাদের সিদ্দিকীর নেতাকর্মীরা আমাদের ওপর হামলা করেন। পুলিশ ও সেনাবাহিনী না থাকলে আমাদের অনেক নেতাকর্মী আহত হতো। এরপরও ছাত্রদলের এক কর্মীর মাথা ফাটিয়ে দিয়েছেন তারা। তার মাথায় ছয়টি সেলাই দেওয়া হয়েছে।
ওসি জাকির হোসেন বলেন, আইনশৃঙ্খলা বাহিনীর প্রচেষ্টায় দুপুর ১টার দিকে পরিস্থিতি শান্ত হয়। এ ঘটনায় ছাত্রদলের এক কর্মী আহত হওয়ায় বিএনপির পক্ষ থেকে একটি মামলা করার প্রস্তুতি চলছে। তবে কৃষক শ্রমিক জনতা লীগের পক্ষ থেকে কেউ অভিযোগ নিয়ে থানায় আসেননি।