টাঙ্গাইল-৫ আসনে বিএনপির মনোনয়নপ্রত্যাশী ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ফরহাদ ইকবালের উদ্যোগে রিকশা র্যালি অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৭ অক্টোবর) সকালে টাঙ্গাইল শহরের সরকারি মাওলানা মোহাম্মদ আলী কলেজের সামনে থেকে র্যালিটি বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুনরায় কলেজের সামনে গিয়ে শেষ হয়।
র্যালিতে অংশগ্রহণকারী রিকশাচালকরা জানায়, তারা স্বতঃস্ফূর্তভাবে আনন্দ-উৎসাহ নিয়ে ফরহাদ ইকবালকে ভালোবেসে নিজ নিজ রিকশা নিয়ে র্যালিতে অংশ নিয়েছেন। এ সময় পাঁচ শতাধিক রিকশায় নানা শ্রেণি-পেশার প্রায় হাজার খানেক মানুষ অংশগ্রহণ করে।
টাঙ্গাইল শহরের সরকারি মাওলানা মোহাম্মদ আলী কলেজ মাঠে রিকশাচালকদের উদ্দেশে জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ফরহাদ ইকবাল বলেন, ‘রিকশাচালকরা যে আমাকে এতোটা ভালোবাসে তা আগে জানা ছিল না। এই মেহনতি মানুষদের ভালোবাসার এই ঋণ শোধ করার তৌফিক মহান আল্লাহ যেন আমাকে দেয়।’
তিনি আরও বলেন, ‘বিগত ১৭ বছরের আন্দোলন-সংগ্রাম করতে গিয়ে অসংখ্য মানুষের ভালোবাসা-সহযোগিতা ও সমর্থন পেয়েছি। কিন্তু আজকের রিকশা র্যালি করে মেহনতি মানুষরা যে উদাহরণ সৃষ্টি করেছে, তা চিরদিন স্মরণ থাকবে।’

4 hours ago
7









English (US) ·