টাঙ্গুয়ার হাওরে পূর্ণিমা উৎসবে পর্যটকের ভিড়

1 week ago 16

প্রথমবারের মতো ‘টাঙ্গুয়ার হাওর লোকজ ও পূর্ণিমা উৎসব’ অনুষ্ঠিত হয়েছে সুনামগঞ্জের তাহিরপুরে। মনোরম পরিবেশে পূর্ণিমার সৌন্দর্য্য উপভোগ করতে ছুটির দিনে টাঙ্গুয়ার হাওর, নীলাদ্রি লেক, বারিকটিলার পর্যটন কেন্দ্রগুলোতে ভিড় করেন পর্যটকরা। সেইসঙ্গে সন্ধ্যা হওয়ার সঙ্গে সঙ্গে নীলাদ্রি লেক (ট্যাকেরঘাট) এলাকায় উৎসব ও পূর্ণিমার সৌন্দর্য্য উপভোগ করতে জড়ো হন পর্যটকরা।

শুক্রবার (১৫ নভেম্বর) রাতে সুনামগঞ্জ হাউজবোট ওনার্স অ্যাসোসিয়েশনের আয়োজনে উপজেলার নীলাদ্রি লেক (ট্যাকেরঘাট) এলাকায় উৎসব উদ্বোধন করেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব বেগম নাসরীন জাহান।

টাঙ্গুয়ার হাওরে পূর্ণিমা উৎসবে পর্যটকের ভিড়

অনুষ্ঠান উদ্বোধনের পর তিনি বলেন, আমাদের স্বপ্ন দেখলে হবে না, কার্যকর ভূমিকা রাখতে হবে। টাঙ্গুয়ার হাওরে প্রকৃতিক পরিবেশ ঠিক রেখে হাওরের সৌন্দর্য্য উপভোগ করতে হবে। এক কথায় পরিবেশ নষ্ট করে পর্যটন শিল্প গড়ে উঠতে পারে না।

অনুষ্ঠানের শুরুতেই প্রান্তিক জনগোষ্ঠীর আদিবাসীরা তাদের প্রচলিত একটি নিত্য পরিবেশন করেন। পরে সুনামগঞ্জের সাহিত্যিক ও মরমি কবিদের স্মৃতিচারণে হাসনরাজা, শাহ আব্দুল করিম, দুরবিন শাহ’র গান পরিবেশিত হলে পর্যটকরা সেটি উপভোগ করেন।

লিপসন আহমেদ/এফএ/এএসএম

Read Entire Article