টানা তাপপ্রবাহের পর রাজবাড়ী‌তে স্বস্তির বৃষ্টি

1 week ago 17

টানা তীব্র তাপপ্রবাহ ও খরার পর রাজবাড়ী‌তে দেখা মি‌লে‌ছে বৃষ্টি। এতে স্বস্তি ফি‌রে এসে‌ছে মানুষের মাঝে।

সোমবার সারা‌দিন রাজবাড়ীর আকাশ মেঘাচ্ছন্ন থাক‌লেও রাত সোয়া ৮টার দিকে শুরু হয় গুড়ি গুড়ি বৃষ্টি। ত‌বে সে বৃষ্টি দীর্ঘস্থায়ী না হ‌লেও ঠান্ডা হ‌য় প্রকৃতি।

এদি‌কে মেঘাচ্ছন্ন আকা‌শে বিদ‌্যুৎ চমকা‌নো ও মে‌ঘের ডা‌কে ভা‌রি হ‌য়ে র‌য়ে‌ছে প্রকৃতি। মা‌ঝে মা‌ঝে বইছে দমকা হাওয়া। যার কারণে রাস্তায় ক‌মে‌ছে যানবাহনসহ মানু‌ষের চলাচল।

রিকশাচালক শাহ আলম জানান, যে গরম প‌ড়ে‌ছি‌ল, তা‌তে রিকশা চালা‌নো খুব কষ্ট হ‌চ্ছি‌লো। রাস্তার গর‌মে ম‌নে হ‌তো হাত-মুখ পু‌ড়ে যা‌চ্ছে। বৃষ্টি সামান্য হলেও শা‌ন্তি ফি‌রে এসে‌ছে।

ব‌্যবসায়ী চাঁদ আলী মোল্লা জানান, কিছুক্ষণ গুড়ি গুড়ি বৃষ্টি হওয়ার পর থে‌মে গে‌ছে। এতেই মানুষ উপকৃত হ‌য়ে‌ছে। গর‌মে খুব কষ্ট হ‌য়ে‌ছে, বি‌শেষ ক‌রে শিশু বাচ্চা ও বয়স্ক‌দের।


রুবেলুর রহমান/জেডএইচ/

Read Entire Article