টানা দুই হারে টেবিলের তলানীতে রংপুর রাইডার্স

1 month ago 20

গ্লোবাল সুপার লিগে দ্বিতীয় ম্যাচেও হেরেছে রংপুর রাইডার্স। টানা দুই হারে টেবিলের তলানীতে চলে গেছে বিপিএলের দলটি।

গতকাল রোববার গায়ানা প্রোভিডেন্স স্টেডিয়ামে আগে ব্যাট করে ৬ উইকেটে ১৫১ রান করে অস্ট্রেলিয়ার দল ভিক্টোরিয়া। জবাব দিতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেটে ১৪১ রান করতে পারে রংপুর রাইডার্স। এতে ১০ রানের জয় পায় ভিক্টোরিয়া। দুই ম্যাচেই দুটিতেই জিতে টেবিলের শীর্ষে আছে তারা।

টুর্নামেন্টে যোগ দিতে দেশ ছাড়ার আগে ফাইনাল খেলার কথা বলেছিলেন রংপুর রাইডার্সের অধিনায়ক নুরুল হাসানা সোহান। কিন্তু উইকেটকিপারের সেই স্বপ্ন এখন মলিন।

৫ দলের এই টুর্নামেন্টে লিগ পর্বে রাউন্ড রবিন পদ্ধতিতে প্রত্যেক দল প্রত্যেকের বিপক্ষে একটি করে ম্যাচ খেলবে। অর্থাৎ লিগ পর্বে প্রতি দলের ম্যাচ ৪টি। লিগ পর্বের খেলা শেষে সেরা দুই দল খেলবে ফাইনাল।

রংপুরের যদি ফাইনাল খেলতে হয় সেক্ষেত্রে পরবর্তী দুটি ম্যাচে তাদেরকে জিততেই হবে। অন্যদিকে প্রার্থনা করতে হবে বর্তমানে সেরা দুইয়ে থাকা ভিক্টোরিয়া ও গায়ানা অ্যামাজন ওয়ারিয়ারর্স যেন বাকি ম্যাচগুলোতে বড় ব্যবধানে হারে। একইসঙ্গে জয় থেকে বিরত থাকতে হবে পাকিস্তানের দল লাহোর কালান্দার্স ও ইংল্যান্ডের হ্যাম্পশায়ারকেও।

এমএইচ/জেআইএম

Read Entire Article