টানা দুই হ্যাটট্রিকে রেকর্ডের পাতায় কামিন্স

3 months ago 31

আগের ম্যাচের মতোই হলো এবারও। এক ওভারে দুটি, আরেক ওভারে পেলেন আরেকটি উইকেট। তবে টানা তিন বলে উইকেট নিয়ে হ্যাটট্রিক ঠিকই করলেন প্যাট কামিন্স। বাংলাদেশের পর আফগানিস্তানের সঙ্গে হ্যাটট্রিক করে রেকর্ডের পাতা উলোট-পালোট করেছেন তিনি।

রোববার আফগানিস্তানের বিপক্ষে রশিদ খান, গুলবাদিন নাঈব ও করিম জানাতকে ফিরিয়ে হ্যাটট্রিক পূর্ণ করেন কামিন্স। টানা দুই ম্যাচে এর আগে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে হ্যাটট্রিক করতে পারেননি কেউ, কামিন্স তালিকার প্রথম নাম।

এ নিয়ে পঞ্চমবারের মতো হ্যাটট্রিক করলেন অস্ট্রেলিয়ার কোনো বোলার। এর মধ্যে শেষ দুটি কামিন্সের। আগের তিনটি ছিল ২০০৭ সালে বাংলাদেশের বিপক্ষে ব্রেট লি, ২০২০ সালে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে অ্যাস্টন অ্যাগার ও ২০২১ সালে বাংলাদেশের বিপক্ষে নাথান এলিসের।

টি-টোয়েন্টিতে দুই হ্যাটট্রিকের ছোট্ট তালিকাতেও জায়গা করে নিয়েছেন কামিন্স। এর আগে শ্রীলঙ্কার লাসিথ মালিঙ্গা, নিউজিল্যান্ডের টিম সাউদি, মার্ক পাবলোসিস ও মাল্টার ওয়াসিম আব্বাসের ছিল এই কীর্তি।

আইএইচএস/এমএস

Read Entire Article