টানা দ্বিতীয় জয়ে নকআউটে বায়ার্ন

2 months ago 7

মাইকেল ওলিসের শেষ সময়ের গোলে ক্লাব বিশ্বকাপের নকআউটে পা রাখলো বায়ার্ন মিউনিখ। শুক্রবার রাতে আর্জেন্টাইন ক্লাব বোকা জুনিয়র্সের বিপক্ষে ২-১ গোলে জিতেছে জার্মান ক্লাবটি।

'সি' গ্রুপে টানা দ্বিতীয় জয়ে ক্লাব বিশ্বকাপের শেষ ষোলোতে নাম লিখিয়েছে জার্মান চ্যাম্পিয়নরা, এক ম্যাচ হাতে রেখেই।

হার্ড রক স্টেডিয়ামে ১৮ মিনিটের মাথায় হ্যারি কেনের দুর্দান্ত ফিনিশিংয়ে এগিয়ে যায় বায়ার্ন। ৬৬ মিনিটে একক প্রচেষ্টায় বোকা জুনিয়র্সকে লড়াইয়ে ফেরান মিগুয়েল মেরেনটিয়েল।

তবে শেষ পর্যন্ত সমতা ধরে রাখতে পারেনি বোকা। ৮৪ মিনিটে বায়ার্নের জয়সূচক গোলটি করেন ওলিসে। শেষ পর্যন্ত স্বস্তি নিয়ে মাঠ ছাড়ে বায়ার্ন।

বোকা জুনিয়র্সের অবশ্য এখনও নকআউটে যাওয়ার সুযোগ আছে। তবে সেটা অনেক যদি-কিন্তু মিলিয়ে। শেষ ম্যাচে তাদের বড় ব্যবধানে হারাতে হবে অকল্যান্ড সিটিকে, অন্যদিকে বায়ার্নের কাছে হারতে হবে বেনফিকাকে।

এমএমআর/এএসএম

Read Entire Article