টানা ১০ দিনের ছুটি শেষে খুলছে অফিস-আদালত আজ 

2 months ago 63

পবিত্র ঈদুল আজহার টানা ১০ দিনের ছুটি শেষে আজ রোববার (১৫ জুন) থেকে খুলছে দেশের সব সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত ও আধা স্বায়ত্তশাসিত অফিস-আদালত। ছুটি শেষে প্রিয় আঙিনার মায়া ছেড়ে কাজে ফিরেছে কর্মজীবী মানুষ।

সরকারি ক্যালেন্ডার অনুযায়ী, ঈদের আগের শেষ কর্মদিবস ছিল মঙ্গলবার (৪ জুন)। এরপর বুধবার (৫ জুন) থেকে শুরু হয় ঈদের ছুটি। ৭ জুন সারা দেশে উদ্‌যাপিত হয় পবিত্র ঈদুল আজহা।

প্রাথমিক ছুটি ছিল ৫ থেকে ১০ জুন পর্যন্ত—মোট ছয় দিন। এরপর নির্বাহী আদেশে ১১ ও ১২ জুন যুক্ত হয় অতিরিক্ত দুই দিন। ফলে ছুটি দাঁড়ায় ১০ দিনে। শেষ দিন ছিল শনিবার (১৪ জুন)। ছুটির আগেই নেওয়া হয়েছিল পরিকল্পিত পদক্ষেপ। সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য ১৭ ও ২৪ মে, দুটি শনিবার অফিস খোলা রাখা হয়। যার ফলে কর্মঘণ্টা পূরণ হওয়ায় দীর্ঘ ছুটি কাটাতে কোনো বাধা ছিল না।

ছুটির শেষ দিন শনিবার (১৪ জুন) রাতেও থামেনি রাজধানীমুখী মানুষের স্রোত। দেশের বিভিন্ন প্রান্ত থেকে ফিরেছে হাজারো কর্মজীবী। শেষ মুহূর্তে নগরবাসী বাস, ট্রেন, প্রাইভেট কার—যা পেয়েছে, তাই চেপে ফিরেছে রাজধানীতে। এসময় গাবতলী, যাত্রাবাড়ী, সায়েদাবাদ, কমলাপুর—সবখানেই যাত্রীদের ভিড় উপচে দেখা গেছে। 

Read Entire Article