টানা ১৭ হারের পরও আত্মবিশ্বাসী খালেদ মাহমুদ সুজন

3 hours ago 2
বাংলাদেশ ক্রিকেটে খালেদ মাহমুদ সুজন পরিচিত তার অনুপ্রেরণাদায়ী ব্যক্তিত্বের জন্য। ক্রিকেটারদের মনোবল চাঙা রাখতে তিনি সবসময় ছিলেন নির্ভরযোগ্য। তবে সাম্প্রতিক সময়ে সেই সুজনকে এক কঠিন চ্যালেঞ্জের মুখোমুখি হতে হচ্ছে। বিপিএলে তার কোচিং করানো ঢাকা ফ্রাঞ্চাইজির দুই দল দুরন্ত ঢাকা ও ঢাকা ক্যাপিটালস মিলে টানা ১৭ ম্যাচ ধরে জয়হীন। সর্বশেষ, ১০ জানুয়ারি সিলেট স্ট্রাইকার্সের কাছে হারের মাধ্যমে এই পরাজয়ের ধারাবাহিকতা অব্যাহত থাকে।  তবে এ দীর্ঘ সময় ধরে জয়হীন থাকা সত্ত্বেও মানসিকভাবে ভেঙে পড়েননি সুজন। দলের ক্রিকেটার মুনিম শাহরিয়ারের মতে, সুজন এখনও মনোবল ধরে রেখেছেন এবং দলের জন্য সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছেন।  মুনিম বলেন, ‘স্যার কখনো মানসিকভাবে ভেঙে পড়েন না। আমাদের জীবনে এমন সময় আসতেই পারে। আমরা ভালো খেলতে পারছি না বলেই হারছি। তবে কোচ হিসেবে তার পরিকল্পনায় কোনো ঘাটতি নেই। উনি আমাদের যথেষ্ট মোটিভেট করছেন।’  মুনিম আরও যোগ করেন, ‘স্যার যেসব পরিকল্পনা দেন, আমরা সেগুলো মাঠে বাস্তবায়ন করতে পারছি না। মানুষের মতো তিনিও হয়তো কিছুটা হতাশ হন, কিন্তু সেটা আমাদের ওপর কখনো প্রকাশ করেন না।’  এর আগের আসরের দ্বিতীয় ম্যাচ থেকে শুরু করে টানা ১৭টি ম্যাচ হারলেও সুজনের কাজের প্রতি নিবেদন এবং দলকে জয়ের পথে ফেরানোর চেষ্টা নিয়ে কোনো প্রশ্ন নেই। তার নেতৃত্বে দলটি এখনও নতুন উদ্যমে ঘুরে দাঁড়ানোর অপেক্ষায়।  বিপিএলের চলমান আসরে ঢাকার পরবর্তী ম্যাচে কী হয়, সেটিই এখন দেখার বিষয়।
Read Entire Article