ট্রু ওয়্যারলেস ইয়ারফোন প্রতিনিয়ত জনপ্রিয় হয়ে উঠছে। সব বয়সী নারী পুরুষ সবার কাছেই জনপ্রিয় হয়ে উঠছে এসব ইয়ারবাডগুলো। নামিদামি সংস্থার পাশাপাশি নতুন অনেক সংস্থা নিয়মিত বাজারে আনছে ইয়ারবাড। এবার জনপ্রিয় স্মার্টফোন ব্র্যান্ড নয়েজ নিয়ে এলো নতুন একটি ইয়ারবাড।
নয়েজ বাডস কানেক্ট ২ ইয়ারবাডটি নতুন অনেক ফিচারসহ আসছে। নয়েজ এয়ার ক্লিপস ইয়ারবাডটিতে পাবেন অসংখ্য ফিচার। নানান সুবিধা দিয়ে সাজানো হয়েছে ইয়ারবাডটিকে।
নয়েজ এয়ার ক্লিপগুলো একটি ওপেন বিম সি-আকৃতির সিলিকন হুক ডিজাইনের সঙ্গে এসেছে, যেখানে পরিধানযোগ্য একটি কানের কাফের মতো পরা যেতে পারে এবং স্পিকার ইউনিটটি কানের খালের দিকে রাখা হয়। এই নকশাটি ব্যবহারকারীদের পরিবেশগত সচেতনতা উন্নত করার জন্য বলা হয় যখন তারা এই ইয়ারফোনগুলো ব্যবহার করছে, ইন-ইয়ার ডিজাইনের ইয়ারফোনগুলোর উপরে।
ইয়ারফোনগুলোর এয়ারওয়েভ প্রযুক্তি ব্যবহারকারীদের কানে সরাসরি শব্দ সরবরাহ করতে সুনির্দিষ্ট বায়ু সঞ্চালন ব্যবহার করে। তাদের এক প্রান্তে প্রতিক্রিয়াশীল স্পর্শ নিয়ন্ত্রণ সেন্সর রয়েছে।
নয়েজ এয়ার ক্লিপস ওডব্লিউএস ইয়ারফোনগুলোতে ১২ মিমি অডিও ড্রাইভার প্যাক করেছে, যা ব্লুটুথ ৫.৪ এর পাশাপাশি ডুয়াল ডিভাইস সংযোগ সমর্থন করে। পরেরটি স্মার্ট পরিধানযোগ্যকে একই সঙ্গে দুটি ইলেকট্রনিক ডিভাইসের সঙ্গে সংযুক্ত করার অনুমতি দেয়। ইয়ারফোনগুলো স্প্ল্যাশ প্রতিরোধের জন্য একটি IPX5 রেটিংও অফার করে।
নয়েজ এয়ার ক্লিপগুলো চার্জিং কেস সহ ৪০ ঘণ্টা পর্যন্ত ব্যাটারি লাইফ অফার করবে বলে দাবি করছে সংস্থা। ইউএসবি টাইপ-সি সমর্থিত চার্জিং কেস সহ ইয়ারফোনগুলো সম্পূর্ণ চার্জ হতে ১২০ মিনিট পর্যন্ত সময় নেয়। ১০ মিনিটের দ্রুত চার্জ ব্যবহারকারীদের ১৫০ মিনিট পর্যন্ত মিউজিক প্লেব্যাক অফার করবে।
প্রতিটি ইয়ারফোনের আকার ৪৬ x ৫৪ x ২৮ মিমি এবং ওজন ৫.৪ গ্রাম। পার্ল ব্ল্যাক, পার্ল পার্পল এবং পার্ল হোয়াইট তিনটি রঙের বিকল্পে পাওয়া যাবে ইয়ারবাডটি। ভারতীয় বাজারে ইয়ারবাডটির দাম ২ হাজার ৯৯৯ রুপি।
সূত্র: গ্যাজেট ৩৬০
কেএসকে/জেআইএম