টানা ৬ ঘণ্টা অবরুদ্ধ থাকার পর সচিবালয় ছাড়লেন অর্থ উপদেষ্টা

সচিবালয়ে টানা ছয় ঘণ্টার বেশি সময় অবরুদ্ধ থাকার পর পুলিশি নিরাপত্তায় বের হয়ে এসেছেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ। বুধবার (১০ ডিসেম্বর) রাত ৮টা ১২ মিনিটে তিনি সচিবালয় ত্যাগ করেন। সচিবালয়ে কর্মরত নন-ক্যাডার কর্মকর্তা-কর্মচারীরা ২০ শতাংশ সচিবালয় ভাতার দাবিতে আন্দোলন করছেন। এর অংশ হিসেবে দুপুর ২টার পর থেকে তারা অর্থ উপদেষ্টাকে তার কক্ষে অবরুদ্ধ করে রাখেন। অবরুদ্ধ অবস্থায় দরজার সামনে হ্যান্ড মাইক নিয়ে আন্দোলনকারীরা স্লোগান দিতে থাকেন। কেউ কেউ ‘ভুয়া ভুয়া’ স্লোগানও তোলেন। এর আগে আন্দোলনকারীদের দাবি পূরণে আগামী সোমবার প্রজ্ঞাপন জারির আশ্বাস দেওয়া হলেও তারা তা প্রত্যাখ্যান করেন। আজই প্রজ্ঞাপন জারির দাবিতে তারা অবস্থান নিয়ে থাকেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে রাত ৮টার কিছু আগে পুলিশের একটি বিশেষায়িত ইউনিট সচিবালয়ের অর্থ মন্ত্রণালয়ে প্রবেশ করে। এ সময় আন্দোলনকারীরা বাঁশি বাজিয়ে এবং স্লোগান দিয়ে পুলিশের অগ্রযাত্রা ঠেকানোর চেষ্টা করেন। এক পর্যায়ে পুলিশ ও আন্দোলনকারীদের মধ্যে ধস্তাধস্তি হয়। তীব্র উত্তেজনার মধ্যেই রাত ৮টা ১২ মিনিটে পুলিশি নিরাপত্তার বেষ্টনীতে অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ সচিবালয়

টানা ৬ ঘণ্টা অবরুদ্ধ থাকার পর সচিবালয় ছাড়লেন অর্থ উপদেষ্টা

সচিবালয়ে টানা ছয় ঘণ্টার বেশি সময় অবরুদ্ধ থাকার পর পুলিশি নিরাপত্তায় বের হয়ে এসেছেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ। বুধবার (১০ ডিসেম্বর) রাত ৮টা ১২ মিনিটে তিনি সচিবালয় ত্যাগ করেন।

সচিবালয়ে কর্মরত নন-ক্যাডার কর্মকর্তা-কর্মচারীরা ২০ শতাংশ সচিবালয় ভাতার দাবিতে আন্দোলন করছেন। এর অংশ হিসেবে দুপুর ২টার পর থেকে তারা অর্থ উপদেষ্টাকে তার কক্ষে অবরুদ্ধ করে রাখেন। অবরুদ্ধ অবস্থায় দরজার সামনে হ্যান্ড মাইক নিয়ে আন্দোলনকারীরা স্লোগান দিতে থাকেন। কেউ কেউ ‘ভুয়া ভুয়া’ স্লোগানও তোলেন।

এর আগে আন্দোলনকারীদের দাবি পূরণে আগামী সোমবার প্রজ্ঞাপন জারির আশ্বাস দেওয়া হলেও তারা তা প্রত্যাখ্যান করেন। আজই প্রজ্ঞাপন জারির দাবিতে তারা অবস্থান নিয়ে থাকেন।

পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে রাত ৮টার কিছু আগে পুলিশের একটি বিশেষায়িত ইউনিট সচিবালয়ের অর্থ মন্ত্রণালয়ে প্রবেশ করে। এ সময় আন্দোলনকারীরা বাঁশি বাজিয়ে এবং স্লোগান দিয়ে পুলিশের অগ্রযাত্রা ঠেকানোর চেষ্টা করেন। এক পর্যায়ে পুলিশ ও আন্দোলনকারীদের মধ্যে ধস্তাধস্তি হয়।

তীব্র উত্তেজনার মধ্যেই রাত ৮টা ১২ মিনিটে পুলিশি নিরাপত্তার বেষ্টনীতে অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ সচিবালয় ত্যাগ করেন।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow