টি-টোয়েন্টি বিশ্বকাপের ফরম্যাট নিয়ে প্রশ্ন তুললেন হ্যাজেলউড

4 months ago 33

বিশ্বকাপে গ্রুপ পর্বে ইতোমধ্যে তিন ম্যাচ জিতে সুপার এইট নিশ্চিত করেছে অস্ট্রেলিয়া। ইংল্যান্ড, নামিবিয়া ও ওমানের বিপক্ষে দাপটের সঙ্গে জিতে বুঝিয়ে দিয়েছ কেন তারা এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপের অন্যতম দাবিদার। তবে বিশ্বকাপের ফরম্যাট নিয়ে প্রশ্ন তুললেন অজি পেসার জশ হ্যাজেলউড।

নামিবিয়ার বিপক্ষে জিতে অজিদের রানরেট হয়েছে +৩.৫৮০। অথচ অজিদের এই রানরেট কোন কাজে আসবে না সুপার এইটের ম্যাচে। প্রত্যেক গ্রুপ থেকে দুটি করে দল নিয়ে হবে সুপার এইট গ্রুপ। এই আট দলের চারটিকে নিয়ে হবে দুটি গ্রুপ। আগের বছরের থেকে এবারের ফরম্যাট অনেকটাই ভিন্ন। আগের টুর্নামেন্টে ১২টি দল দুটি গ্রুপে বিভক্ত হয়ে লড়াই করে যেখানে প্রত্যেক গ্রুপের সেরা দুই দল সেমিফাইনাল খেলে।

হ্যাজেলউডের প্রশ্ন মূলত রানরেটেই। গ্রুপ পর্বের রানরেটের ব্যবধান কোন কাজেই আসবে না পরের রাউন্ডে। তিনি বলেন, ‘হ্যাঁ, কিছুটা অবাক করার মতোই জিনিসটা। এখানের রানরেট আপনার কোন কাজে আসবে না পরের রাউন্ডে। আমি এবারই প্রথমবারের মতো খেলছি। যেভাবে টুর্নামেন্টটি সাজানো হয়েছে তাতে এমনই মনে হচ্ছে। কিছুটা অন্যরকম অন্যবারের চেয়ে।’

গ্রুপ পর্বের ভালো খেলারও কোন মর্ম থাকে না উল্লেখ করে হ্যাজেলউড বলেন, ‘আপনি গ্রুপ পর্বে অপরাজিত থেকেই এবং ভালো রানরেট নিয়ে উঠলেও সেটি সুপার এইটে কোন কাজে আসবে না। এটা কিছুটা ব্যতিক্রমী তবে এভাবেই নিয়ম করা হয়েছে হয়তো।’

আরআর/আইএইচএস/

Read Entire Article