ওয়েস্ট ইন্ডিজের মাটিতে প্রথমবার টি-টোয়েন্টি সিরিজ জয়ের পর ক্যারিবীয়দের হোয়াইটওয়াশ করার রেকর্ডও গড়েছে বাংলাদেশ। তিন ম্যাচ সিরিজে টাইগারদের সেরা পারফরমার ছিলেন শেখ মেহেদী হাসান, যার পুরস্কার পেলেন আইসিসির র্যাংকিংয়েও।
আইসিসি টি-টোয়েন্টি বোলারদের র্যাংকিংয়ে এক লাফে ১৩ ধাপ এগিয়ে ১০ নম্বরে উঠে এসেছেন অফস্পিনিং অলরাউন্ডার শেখ মেহেদী।
তিন ম্যাচেই দুর্দান্ত বোলিং করেছেন মেহেদী, রেখেছেন ব্যাট হাতেও অবদান। প্রথম টি-টোয়েন্টিতে মাত্র ১৩ রানে ৪ উইকেট শিকার করার পাশাপাশি বল হাতে ২৪ বলে অপরাজিত ২৬ রানের ইনিংস খেলেন মেহেদী।
লো স্কোরিং দ্বিতীয় টি-টোয়েন্টিতে ব্যাট হাতে ১১ বলে ১১ এবং পরে বল হাতে ২০ রানে ২ উইকেট শিকার করেন এই অফস্পিনার।
তৃতীয় ও শেষ ম্যাচে ব্যাটিংয়ে শূন্য করলেও বল হাতে ঠিকই আলো ছড়িয়েছেন। ১৩ রান দিয়ে নেন ২টি উইকেট। সবমিলিয়ে তিন ম্যাচে ৩৭ রান দিয়ে ৮টি উইকেট শিকার করেন মেহেদী। এমন পারফরম্যান্সের পর বোলিং র্যাংকিংয়ে সেরা দশে উঠে এসেছেন তিনি।
মেহেদীর ঠিক পরের অবস্থানেই আছেন বাংলাদেশের আরেক বোলার তাসকিন আহমেদ। ৩ ম্যাচে ৭ উইকেট শিকার করা এই পেসার ৭ ধাপ এগিয়ে এখন ১১ নম্বরে।
এদিকে বড় লাফ দিয়েছেন রিশাদ হোসেন আর হাসান মাহমুদ। ৩ ম্যাচে ৬ উইকেট শিকার করা রিশাদ হোসেন ২১ ধাপ এগিয়ে উঠে এসেছেন ১৭তম অবস্থানে, সমান ম্যাচে ৪ উইকেট পাওয়া হাসান ২৩ ধাপ এগিয়ে ২৪ নম্বরে।
ব্যাটিং র্যাংকিংয়ে সেরা ত্রিশজনের মধ্যেও নেই বাংলাদেশের কেউ। ক্যারিবীয় সফরে না খেলা তাওহিদ হৃদয় দুই ধাপ পিছিয়ে ৩১ নম্বরে, লিটন দাস এক ধাপ পিছিয়ে ৪৭তম অবস্থানে।
এমএমআর/জেআইএম