টিএসসি প্রাঙ্গণে ফ্রি ওয়াইফাই চালু ইসলামী ছাত্র আন্দোলনের

2 months ago 7

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) টিএসসি প্রাঙ্গণে সাধারণ শিক্ষার্থীদের পাঠচর্চা, তথ্য অনুসন্ধান ও একাডেমিক কাজে সহায়তা দেওয়ার উদ্দেশ্যে বৃহৎ পরিসরের ওয়াফাইভিত্তিক ফ্রি ইন্টারনেট সেবা চালু করেছে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ। রোববার (২৯ জুন) সংগঠনটির ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি আবু বক্কর সিদ্দিক এই ওয়াইফাই সংযোগ উদ্বোধন করেন।

সংযোগ উদ্বোধনের সময় আবু বকর সিদ্দিক বলেন, এই ইন্টারনেট সংযোগ ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে কোনো শিক্ষার্থীর জন্য উন্মুক্ত থাকবে। এর মাধ্যমে শিক্ষার্থীরা পাঠ্যসামগ্রী সংগ্রহ, গবেষণামূলক তথ্য অনুসন্ধান এবং অনলাইন শিক্ষা সহায়তা সহজেই গ্রহণ করতে পারবেন।

টিএসসি প্রাঙ্গণে ফ্রি ওয়াইফাই চালু ইসলামী ছাত্র আন্দোলনের

তিনি আরও বলেন, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ সবসময় শিক্ষার্থীবান্ধব কার্যক্রমের মাধ্যমে একটি জ্ঞাননির্ভর ও ইতিবাচক একাডেমিক পরিবেশ গড়ে তোলার প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। আমরা আশা করি এই উদ্যোগ শিক্ষার্থীদের অগ্রযাত্রায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

টিএসসি প্রাঙ্গণে ফ্রি ওয়াইফাই চালু ইসলামী ছাত্র আন্দোলনের

উদ্বোধনের সময় আরও উপস্থিত ছিলেন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ-এর কেন্দ্রীয় এজিএস খায়রুল আহসান মারজান, ঢাবি সেক্রেটারি সাইফ মোহাম্মদ আলাউদ্দিন, যুগ্ম সাধারণ সম্পাদক মানসুরুল হক শান্ত, আইন সম্পাদক শাহরিয়ার জাবির, অর্থ সম্পাদক ইকরামুল কবির, ছাত্র কল্যাণ সম্পাদক ইরফান মোহাম্মদসহ অন্যান্য নেতারা।

এফএআর/এমআইএইচএস/জেআইএম

Read Entire Article