টিএসসিতে বড় পর্দায় ক্রিকেট উন্মাদনা

3 months ago 52

নেদারল্যান্ডের ইনিংসের বাকি এক বল, রান দরকার ২৬। এক বল পরেই এবারের টি২০ বিশ্বকাপে দ্বিতীয় জয় পাবে টাইগাররা। সবার মধ্যেই উত্তেজনা। অধীর আগ্রহ নিয়ে বড় পর্দায় তাকিয়ে টাইগারভক্তরা। এমন সময় ইনিংসের শেষ বলটি করলেন তাসকিন আহমেদ। অমনি সমস্বরে উল্লাসে মেতে উঠলেন টিএসসিতে খেলা দেখতে আসা শিক্ষার্থী, দর্শনার্থী থেকে শুরু করে সর্বস্তরের মানুষ। ‘বাংলাদেশ’, ‘বাংলাদেশ’ স্লোগানে মুখরিত হতে থাকলো টিএসসির আকাশ-বাতাস।

বৃহস্পতিবার (১৩ জুন) রাত ১২টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্রের (টিএসসি) সামনে বাংলাদেশ বনাম নেদারল্যান্ডের খেলা শেষে টাইগার সমর্থকদের জয়োল্লাসের দৃশ্য এটি। অবশ্য এমন দৃশ্য এখন অনেকটাই নিয়মিত হয়ে দাঁড়িয়েছে। ঈদের ছুটিতে ক্যাম্পাস বন্ধ থাকলেও থেমে নেই টিএসসির ক্রিকেট বিশ্বকাপ উন্মাদনা।

jagonews24

টিএসসির পায়রা চত্বরের ছোট মাঠের একপাশে বরাবরের মতো এবারও খেলা দেখার আয়োজন করেছে নগদ ও ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগ। প্রতিদিনই দর্শকে কানায় কানায় পূর্ণ হয়ে ওঠে পুরো মাঠ। বন্ধ ক্যাম্পাসে শিক্ষার্থী কম থাকলেও বড় পর্দার সামনে তিল পরিমাণ জায়গা থাকে না। ঢাকা শহরের বিভিন্ন জায়গা থেকে খেলা দেখতে ছুটে আসেন ক্রিকেটপ্রেমী নানা শ্রেণি-পেশার মানুষ।

বৃহস্পতিবার রাতে টাইগারদের খেলা দেখেতে অনেকেই এসেছিলেন বাংলাদেশের জার্সি গায়ে। কেউ কেউ এসেছিলেন পুরো শরীরে বাঘের পোশাক পরে। খেলা চলাকালীন কেউ কেউ বাংলাদেশের পতাকা উড়াতে থাকেন অনবরত। কেউ কেউ আবার লোকের ভিড়ে খেলা দেখতে না পেরে বন্ধুর কাঁধে উঠেও উপভোগ করেন আনন্দঘন সময়টি।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্টাডিজ বিভাগের শিক্ষার্থী নেছার উদ্দিন বলেন, আজ বাংলাদেশ অনেক ভালো খেলেছে। ঈদ উপলক্ষে আজ আমার বাড়িতে যাওয়ার কথা ছিল। শুধু বাংলাদেশের খেলা টিএসসির বড় পর্দায় দেখার জন্যই যাইনি। টিএসসিতে বাংলাদেশের জয়ের উল্লাস করতে পারছি, এটি অন্যরকম ভালো লাগা।

jagonews24

রিকশা দাঁড় করিয়ে তার ওপরে উঠে খেলা দেখছিলেন চালক শরিফুল ইসলাম। তিনি বলেন, বাংলাদেশের খেলা শুরু থেকে দেখতেছি। বড় পর্দায় সবার সঙ্গে খেলা দেখতে ভালোই লাগে। টিএসসিতে কোনো ভেদাভেদ নেই। বাংলাদেশ জিতলে সবার সঙ্গে আনন্দ করি।

মোহাম্মদপুর থেকে খেলা দেখতে এসেছেন রাজন দাস। তিনি জাগো নিউজকে জানান, টিএসসিতে ক্রিকেট-ফুটবলের সব ধরনের বড় টুর্নামেন্ট বড় পর্দায় দেখানো হয়। এটি অবশ্যই একটা ভালো উদ্যোগ। আমি বাংলাদেশের খেলা হলেই কেবল এখানে আসি। একা খেলা দেখার মধ্যে আসলে কোনো মজা নেই। এখানে খেলা দেখলে মনে হয়, মাঠে বসে খেলা দেখছি।

শুধু টিএসসি নয়, টি২০ বিশ্বকাপের এই উন্মাদনা ছড়িয়ে পড়েছে পুরো ঢাকা বিশ্ববিদ্যালয়জুড়েই। বিশ্ববিদ্যালয়ের প্রতিটি হলের টিভিরুম থেকেও কিছুক্ষণ পরপর ভেসে আসে উল্লাস, সেটি বাংলাদেশের খেলা হোক, কিংবা অন্য কোনো দলের।

এমএইচএ/কেএএ/

Read Entire Article