টিএসসির সবুজ চত্বরে ‘ফতেহ গণভবন’, আরও আছে ‘৩৬ জুলাই এক্সপ্রেস’

1 month ago 6

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) শাখার উদ্যোগে শুরু হয়েছে ‘৩৬ জুলাই: আমরা থামবো না’ শীর্ষক তিন দিনব্যাপী কর্মসূচি। মঙ্গলবার (৫ আগস্ট) সকাল ৬টায় ঢাবির ছাত্র-শিক্ষক মিলনায়তন (টিএসসি) থেকে গণভবন পর্যন্ত ‘ফতেহ গণভবন’ শিরোনামে সাইকেল র‌্যালির মাধ্যমে শুরু হয় এই আয়োজন।

তিন দিনব্যাপী এ আয়োজন শেষ হবে ৭ আগস্ট। আয়োজনে থাকবে জুলাইয়ের চিত্র প্রদর্শনী, জুলাই বিপ্লব নিয়ে ডকুমেন্টারি প্রদর্শন, বিপ্লবের গান ও কবিতা, শহীদ পরিবার ও আহত যোদ্ধাদের গল্প, গান, কবিতা, বিতর্ক ও আলোচনা সভা। আয়োজনের বিভিন্ন ধাপে এ কর্মসূচিগুলো হবে।

টিএসসির সবুজ চত্বরে ‘ফতেহ গণভবন’, আরও আছে ‘৩৬ জুলাই এক্সপ্রেস’

সরেজমিনে দেখা যায়, টিএসসির সবুজ চত্বরে তৈরি করা হয়েছে প্রতীকী গণভবন, যার নাম দেওয়া হয়েছে ‘ফতেহ গণভবন’। নির্মাণ করা হয়েছে ‘৩৬ জুলাই এক্সপ্রেস।’

এছাড়া জুলাইয়ের বিভিন্ন ঐতিহাসিক ছবি ও স্লোগান দিয়ে তৈরি করা হয়েছে প্রদশর্নী। যেখানে দেখানো হয়েছে নারী চরিত্রের বিপ্লবী চেহারা, গণভবন দখলের চিত্র, শহীদ আবু সাইদসহ শহীদদের ছবি।

টিএসসির সবুজ চত্বরে ‘ফতেহ গণভবন’, আরও আছে ‘৩৬ জুলাই এক্সপ্রেস’

আরও রয়েছে শেখ হাসিনা, বিচারপতি মানিক মিয়া, জুনায়েদ আহমেদ পলকসহ সাবেক স্বৈরাচারী সরকারের বিভিন্ন পর্যায়ের ব্যক্তিদের ব্যঙ্গাত্মক ছবি।

এফএআর/এমআইএইচএস/জেআইএম

Read Entire Article