টিকটকে পরিচয়, ইয়াসিনের বাড়িতে উঠলেন এক সন্তানের জননী

3 months ago 10

পিরোজপুরের নেছারাবাদে টিকটকে পরিচয়ের সূত্র ধরে পাবনার এক সন্তানের জননী (৩২) মো. ইয়াসিন রাঢ়ীর (২০) বাড়িতে অবস্থান নিয়েছেন। 

মঙ্গলবার (১৭ জুন) বিকেলে উপজেলার বিষ্ণুকাটি গ্রামে এ ঘটনা ঘটে। 

ভুক্তভোগী নারী কালবেলাকে বলেন, এক বছর আগে টিকটকে আমাদের পরিচয় ও মোবাইল নম্বর আদান-প্রদান হয়। একপর্যায়ে দুজনের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। বিষয়টি দুই পরিবারকে জানালে তাদের কেউ সম্মতি দেয়নি। পরে কোনো নিষেধ না মেনে আমার প্রেমিকের ঘরে এসেছি। আশা করি তাদের মন জয় করে সুখে-শান্তিতে এ বাড়িতে থেকে যেতে পারব।

গ্রাম পুলিশ মো. মজনু মিয়া বলেন, টিকটকে পরিচয়ে এক সন্তানের জননী ইয়াসিনের বাড়িতে উঠেছে। বিষয়টি স্থানীয়দের নিয়ে সমাধান করা দরকার।

ইউপি সদস্য মো. আল আমিন বলেন, টিকটকে পরিচয়ের রেশ ধরে ছেলের বয়সের চেয়ে ১২ বছরের বড় এক সন্তানের জননী অবস্থান নিয়েছে। বিষয়টি শুনে তাৎক্ষণিক আমি ওই বাড়িতে গিয়েছিলাম। বিষয়টি নিয়ে আমি মেয়েটির বাবার বাড়িতে খোঁজ-খবর নিয়েছি। 

নেছারাবাদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বনি আমিন বলেন, বিষয়টি শুনেছি। তবে কোনো অভিযোগ পাইনি। অভিযোগ পেলে অবশ্যই তদন্ত সাপেক্ষে আইনি পদক্ষেপ গ্রহণ করা হবে।

Read Entire Article