অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগে ফেনী থেকে চট্টগ্রাম চলাচলকারী স্টার লাইন বাস কাউন্টারকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
বুধবার (২ এপ্রিল) দুপুরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে মুহুরীগঞ্জ এলাকায় বাস কাউন্টারে অভিযান পরিচালনা করেন ছাগলনাইয়া উপজেলা সহকারী কমিশনার নির্বাহী ম্যাজিস্ট্রেট শিবু দাশ সুমিত।
সরেজমিনে দেখা যায়, স্টার লাইন এসি বাসে নির্দিষ্ট ভাড়ার থেকে টিকিট প্রতি ২০ টাকা বেশি নেওয়া হচ্ছে। নির্বাহী ম্যাজিস্ট্রেট এ বিষিয়ে টিকিট কাউন্টারের ম্যানেজার রেজাউলের কাছে জানতে চাইলে তিনি বলেন, ঈদ উপলক্ষে বাস ফেনী থেকে ফুল ফিল যাত্রী নিয়ে চট্টগ্রামের উদ্দেশে গেলেও চট্টগ্রাম থেকে ফিরতি গাড়িতে যাত্রী থাকে না। তাই ভাড়া বাড়িয়ে নেওয়া হয়েছে।
নির্বাহী ম্যাজিস্ট্রেট শিবু দাশ সুমিত কালবেলাকে বলেন, স্টার লাইন বাস সার্ভিস সরকার অনুমোদিত যাত্রীদের কাছ থেকে ভাড়া বাড়িয়ে নেওয়ার কোনো কাগজপত্র দেখাতে পারেনি। তাই ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।