টেকনাফ আওয়ামী লীগ সভাপতি কারাগারে

5 months ago 71

জমি সংক্রান্ত বিরোধের জেরে প্রতিপক্ষ চাচাত ভাইদের ওপর হামলার ঘটনায় করা মামলায় টেকনাফ উপজেলা আওয়ামী লীগের সভাপতি নুরুল বশরকে কারাগারে পাঠিয়েছে আদালত।

সোমবার (৩ জুন) দুপুরে কক্সবাজার আদালতে জামিন নিতে এলে চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল মামুন জামিন না মঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন। আদালতের প্রশাসনিক কর্মকর্তা শাহজাহান নুরী এ তথ্য নিশ্চিত করেছেন।

নুরুল বশর টেকনাফ পৌরসভার ৬ নম্বর ওয়ার্ড পশ্চিম গোদার বিল এলাকার বাসিন্দা মৃত মোহাম্মদ শফির ছেলে।

বাদীর আইনজীবী সাহাব উদ্দিন সাহীব জাগো নিউজকে বলেন, চলতি বছরের ২০ ফেব্রুয়ারি একদল সশস্ত্র সন্ত্রাসী নিয়ে নুরুল বশর টেকনাফের ৬ নম্বর ওয়ার্ড পশ্চিম গোদার বিল এলাকার বাসিন্দা মোহাম্মদ আলমের স্ত্রী রেহেনুমা সোহানালের ভাড়াবাসা দখল করতে যান। তাদের হামলায় বাদী ও তার স্বামীসহ বেশ কয়েকজন গুরুতর আহত হন। এ ঘটনায় রেহেনুমা বাদী হয়ে নুরুল বশরকে প্রধান ও আটজনের নাম উল্লেখ করে একটি মামলা করেন। ওই মামলায় উচ্চ আদালত থেকে জামিন নেন প্রধান আসামি নুরুল বশর।

সোমবার তিনি নিম্ন আদালতে আত্মসমপর্ণ করে জামিন আবেদন করলে বিজ্ঞ আদালত তার জামিন না মঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

সায়ীদ আলমগীর/এনআইবি/জেআইএম

Read Entire Article