টেকনাফ সমুদ্র সৈকতে গোসলে নেমে শিশুর মৃত্যু, নিখোঁজ ২

1 month ago 32

কক্সবাজারের টেকনাফ সমুদ্র সৈকতে গোসলে নেমে এক শিশুর মৃত্যু হয়েছে। এছাড়া দুই শিশু এখনো নিখোঁজ রয়েছে।

মৃত শিশুর নাম নুর কামাল (১২)। সে টেকনাফ সদর ইউনিয়নের কোনকার পাড়ার সাদ্দাম হোসেনের ছেলে।

এছাড়া একই গ্রামের কোরবান আলীর ছেলে ইমরান হোসেন (১২) ও মো. নজিরের ছেলে নজরুল হক (১২) নিখোঁজ রয়েছে।

রোববার (২৪ নভেম্বর) দুপুর ১২টার দিকে সদর ইউনিয়নের মহেশখালীপাড়া নৌঘাট এলাকায় এ ঘটনা ঘটে।

jagonews24

নিখোঁজ শিশু ইমরান হোসেনের বাবা কোরবান আলী বলেন, দুপুরে আমার ছেলেসহ দুই শিশু মহেশখালী পাড়া নৌঘাটে গোসল করতে গেলে তিনজনে পানিতে তলিয়ে যায়। পরে খোঁজাখুঁজি করে নুর কামালকে উদ্ধার করা গেলেও বাকি দুজনকে পাওয়া যায়নি।

এ বিষয়ে টেকনাফ ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা মুকুল কুমার বলেন, স্থানীয়দের সহায়তায় পুলিশ, ফায়ার সার্ভিস ও কোস্টগার্ড যৌথভাবে উদ্ধার অভিযান চালাচ্ছে।

জাহাঙ্গীর আলম/আরএইচ/জেআইএম

Read Entire Article