টেকনাফে অভিযানে উদ্ধার তাজা রকেট হিট

2 months ago 32

কক্সবাজারের টেকনাফে পরিত্যক্ত অবস্থায় ট্যাংক বিধ্বংসী চারটি তাজা রকেট হিট এবং চারটি ফিন অ্যাসেম্বলি উদ্ধার করেছে র‌্যাব-১৫, কক্সবাজার। উদ্ধার রকেট হিটগুলো ৪০ মিলিমিটার এলাকা পর্যন্ত টার্গেট হিট করতে পারে।

বৃহস্পতিবার (২১ নভেম্বর) গভীর রাতে টেকনাফের সাবরাং ইউনিয়নের ৮নং ওয়ার্ডের উত্তরপাড়া মাঝের ডেইল এলাকায় অভিযান চালিয়ে এসব গোলাবারুদ জব্দ করা হয়। সিনিয়র সহকারী পরিচালক (ল’ অ্যান্ড মিডিয়া) অতিরিক্ত পুলিশ সুপার মো. কামরুজ্জামান সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য নিশ্চিত করেছেন।

র‌্যাব কর্মকর্তা জানান, সাম্প্রতিক সময়ে কতিপয় রোহিঙ্গা সন্ত্রাসী এবং কিছু বাঙালি অস্ত্র ব্যবসায়ী বিভিন্ন মাধ্যমে মিলিটারি গ্রেডের বিভিন্ন অস্ত্র সংগ্রহ করে রোহিঙ্গা ক্যাম্পসহ কক্সবাজার ও চট্টগ্রামের বিভিন্ন অঞ্চলে ক্রয়-বিক্রয় করছে মর্মে তথ্য পায় র‌্যাব-১৫। এ তথ্যের সত্যতা যাচাই ও অস্ত্র ব্যবসায়ীদের অস্ত্রের উৎস এবং ক্রয়-বিক্রয়ের সঠিক চ্যানেল উদঘাটনের লক্ষ্যে র‌্যাব-১৫’র একটি গোয়েন্দা দল ব্যাপক তদন্ত কার্যক্রম শুরু করে।

এরই ধারাবাহিকতায়, র‌্যাব-১৫, সিপিএসসি ক্যাম্পের একটি চৌকস দল বৃহস্পতিবার রাত ২টার দিকে টেকনাফের সাবরাংয়ের ৮নং ওয়ার্ডস্থ উত্তরপাড়া মাঝের ডেইল এলাকায় অভিযান চালায়। এ সময় ট্যাংক বিধ্বংসী অবিস্ফোরিত চারটি সতেজ ৪০ মি.মি রকেট হিট এবং চারটি ফিন অ্যাসেম্বলি পরিত্যক্ত অবস্থায় উদ্ধারে সক্ষম হয়। উদ্ধারকৃত এসব অত্যাধুনিক অস্ত্র দেশের আভ্যন্তরীণ নিরাপত্তার জন্য একটি বড় হুমকি।

তিনি আরও জানান, উদ্ধার গোলাসমূহ ১০ পদাতিক ডিভিশন, রামু সেনানিবাসের গ্রেনেড ফায়ারিং রেঞ্জ এ অভিজ্ঞ বোম্ব ডিসপোজাল টিমের বিশেষজ্ঞ দ্বারা ধ্বংস করা হয়েছে। এসব গোলা আনার পেছনে কে বা কারা রয়েছে, তা নির্ণয়ে কাজ চলছে। গোলা উদ্ধার বিষয়ে পরবর্তী আইনী কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে উল্লেখ করেন তিনি।

সায়ীদ আলমগীর/এফএ/এমএস

Read Entire Article