টেকনাফের অপহরণ চক্রের অন্যতম হোতা গ্রেপ্তার
কক্সবাজারের টেকনাফের উপকূলীয় বাহারছড়া ইউনিয়নের নোয়াখালী পাড়ার শীর্ষ মানবপাচার ও অপহরণ চক্রের অন্যতম হোতা আব্দুল আলীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
রোববার (২৫ মে) রাত সাড়ে ৮টার দিকে পৌরসভার ইসলামাবাদ এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার আব্দুল আলী বাহারছড়া ইউনিয়নের নোয়াখালী জুম্মা পাড়ার মৃত নওশেদ আলী ছেলে।
টেকনাফ মডেল থানার ওসি মুহাম্মদ গিয়াস উদ্দিন বিষয়টি নিশ্চিত করে বলেন, রোববার রাত সাড়ে ৮টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে পৌরসভার ইসলামাবাদ এলাকায় অভিযান চালানো হয়। এ সময় একাধিক মামলার আসামি আব্দুল আলীকে গ্রেপ্তার করতে সক্ষম হয় পুলিশ।
তিনি আরও বলেন, গ্রেপ্তার আব্দুল আলী মানবপাচার ও অপহরণ করে মুক্তিপণ আদায়কারী একটি চক্রের অন্যতম হোতা। তার বিরুদ্ধে টেকনাফ মডেল থানায় মাদক, অপহরণ ও মানবপাচার আইনে ৯টি মামলা রয়েছে। আসামিকে সংশ্লিষ্ট মামলায় বিজ্ঞ আদালতে সোপর্দ করা হবে।