টেকনাফের সমুদ্র সৈকতে নিখোঁজ দুই শিশুর মরদেহ উদ্ধার

2 months ago 24

কক্সবাজারের টেকনাফের সমুদ্র সৈকতে গোসল করতে নেমে সাগরে নিখোঁজ দুই মাদরাসা ছাত্রের মরদেহ উদ্ধার করেছেন স্থানীয়রা। সোমবার (২৫ নভেম্বর) সকাল ৮টার দিকে টেকনাফ সমুদ্র সৈকতের মিঠাপানির ছড়া পয়েন্ট থেকে শিশু দুটির মরদেহ উদ্ধার করা হয়।

নিহতরা হলেন- টেকনাফ সদর ইউনিয়নের কোনকার পাড়ার গ্রামের কোরবান আলীর ছেলে ইমরান হোসেন (১২) ও মো. নজিরের ছেলে নজরুল হক (১২)।

বিষয়টি নিশ্চিত করেন টেকনাফ ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মুকুল কুমার।

তিনি বলেন, রোববার দুপুরে টেকনাফ শিশু পার্কের পাশে মহেশখালী নৌঘাটের সমুদ্র সৈকতে ৩ মাদরাসা ছাত্র সাগরের ঢেউের সঙ্গে পানির নিচে তলিয়ে গিয়েছিল। পরে স্থানীয়রা ওই সময় নুর কামালকে উদ্ধার করলেও সে মারা যায়। এ ঘটনায় নিখোঁজ আরও দুই জনকে খুঁজতে কোস্ট গার্ডের ডুবুরি দল সাগরে অভিযান চালায়। পাশাপাশি পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যসহ স্থানীয়রাও বিভিন্ন পয়েন্টে তাদের খোঁজ করেন।

তিনি আরও বলেন, আজ সোমবার সকাল ৮টার দিকে টেকনাফ সমুদ্র সৈকতের মিঠাপানির ছড়া পয়েন্ট থেকে ওই দুই শিশুর মরদেহ উদ্ধার করে স্থানীয়রা।

জাহাঙ্গীর আলম/এফএ/জেআইএম

Read Entire Article