টেক্সাসে ভয়াবহ বন্যা, এখনো নিখোঁজ ২০ কিশোরী

2 months ago 7

যুক্তরাষ্ট্রের টেক্সাসের মধ্যাঞ্চলে ভয়াবহ আকস্মিক বন্যায় কমপক্ষে ২৪ জনের মৃত্যু হয়েছে। তবে এ ঘটনায় ২০ কিশোরী এখনো নিখোঁজ রয়েছে।

নিখোঁজ কিশোরীরা একটি খ্রিস্টান সামার ক্যাম্পে অংশ নিয়েছিল, যেখানে মোট ৭০০ জন শিশু উপস্থিত ছিল বলে জানা গেছে।

প্রচণ্ড বৃষ্টিপাত ও হঠাৎ বন্যার কারণে অনেক রাস্তা ধসে গেছে এবং ফোন লাইন বিচ্ছিন্ন হয়ে পড়েছে। ফলে উদ্ধারকাজ ব্যাহত হচ্ছে।

একাধিক কাউন্টিতে জরুরি অবস্থা জারি করা হয়েছে।

স্থানীয় প্রশাসন, জরুরি সেবা ও স্বেচ্ছাসেবীরা নিখোঁজদের সন্ধানে উদ্ধার তৎপরতা চালিয়ে যাচ্ছেন।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প টেক্সাসের এই বন্যা পরিস্থিতিকে ‘ভয়াবহ’ ও ‘মর্মান্তিক’ বলে উল্লেখ করেছেন। বন্যায় ওই অঞ্চলে টেলিযোগাযোগ অবকাঠামোর ক্ষতি হওয়ায় লোকজনের সঙ্গে যোগাযোগ কঠিন হয়ে পড়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

বন্যার কারণে টেক্সাসে যুক্তরাষ্ট্রের স্বাধীনতা দিবস উপলক্ষে নেওয়া সব কর্মসূচি বাতিল করা হয়েছে। এছাড়া এখন পর্যন্ত ২৩৭ জন ব্যক্তিকে উদ্ধার করা সম্ভব হয়েছে বলে জানা গেছে।

হেলিকপ্টার ছাড়াও ‘হাই প্রোফাইল ট্যাকটিক্যাল’ সামরিক বাহন উদ্ধার তৎপরতায় মোতায়েন করা হয়েছে।
টেক্সাসের কর্মকর্তারা জানিয়েছেন, সেখানকার গুয়াডালুপে নদীর পানির উচ্চতা মাত্র ৪৫ মিনিটে ২৬ ফুটের মতো বেড়েছে।

সূত্র: সিএনএন, বিবিসি

এমএসএম

Read Entire Article