স্বাগতিক বাহরাইনের কাছে হারের পর ডেভিস কাপ টেনিসে ঘুরে দাঁড়িয়েছে বাংলাদেশ। বৃহস্পতিবার (২১ নভেম্বর) নিজেদের দ্বিতীয় ম্যাচে ইয়েমেনকে ২-১ ব্যবধানে হারিয়েছে লাল-সবুজরা।
এদিন এককের প্রথম ম্যাচে বাংলাদেশের মোহাম্মদ রুস্তম আলী ৫-৭, ৬-৪, ৬-৪ গেমে ইয়েমেনের মোহাম্মদ মাক্কিকে পরাজিত করেন। এককের দ্বিতীয় ম্যাচে বাংলাদেশের জারিফ আবরার অবশ্য দাঁড়াতেই পারেননি—৩-৬, ৩-৬ গেমে হেরেছেন ইয়েমেনের আল আনসি-হাসানের কাছে।
১-১ সমতার পর দ্বৈতর লড়াই ম্যাচের ভাগ্য নির্ধারক হয়ে দাঁড়ায়। দ্বৈত ম্যাচে বাংলাদেশের হয়ে কোর্টে নেমেছিলেন হানিফ মুন্না-জারিফ আবরার জুটি। এ জুটি ৭-৫, ৬-৪ গেমে ইয়েমেনের আল আনসি-হাসান-ইসাক আল-হাসান জুটিকে পরাজিত করে।
প্রথম ম্যাচে বাংলাদেশ স্বাগতিক বাহরাইনের কাছে ০-৩ ব্যবধানে হেরেছিল। তৃতীয় ম্যাচে আগামীকাল বাংলাদেশের প্রতিপক্ষ তাজিকিস্তান।
আন্তর্জাতিক টেনিস ফেডারেশনের (আইটিএফ) সূচিভুক্ত এ আসর আয়োজন করছে বাহরাইন টেনিস ফেডারেশন। এশিয়া-ওশেনিয়া অঞ্চলের খেলায় গ্রুপ-৫-এর প্রতিযোগিতায় অংশগ্রহণ করছে বাংলাদেশ। লাল-সবুজরা লড়ছে প্রতিযোগিতার ‘ডি’ গ্রুপে।