টেন্ডার অংশগ্রহণে বাধা দেওয়ার অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে

3 months ago 49

রাজধানীর আগারগাঁও থানার ২৮ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক রেজা সেলিম ও ইউনিট সহ-সভাপতি হাবিবুর রহমান পান্নার বিরুদ্ধে টেন্ডার অংশ গ্রহণে বাধা দেওয়ার অভিযোগ উঠেছে।

৩১ জন সিডিউল ক্রয় করলে নিজেদের বলয় থাকা ৩টি সিডিউল ব্যতিত অন্য কাউকে টেন্ডারে অংশ নিতে দেওয়া হয়নি। টেন্ডারে অংশ ৩জনের মধ্যে দুইজন তাদের ভাই। যারাই টেন্ডারের অংশ নিতে গিয়েছে তাদেরকে মারধর ও ভয়ভীতি দেখানো অভিযোগ পাওয়া গেছে। 

জানা গেছে, রেজা সেলিম ও পান্না সিন্ডিকেট করে তাদের দলবল নিয়ে প্রায় ২কোটি টাকার ওপেন টেন্ডার ১কোটি টাকায় নেওয়ার জন্য তাদের ব্যতিত অন্য কাউকে দরপত্রে অংশ গ্রহণ করতে দেননি।

গত বৃহস্পতিবার শেরে বাংলা নগরের পর্যটন করপোরেশন ভবনের সামানে সন্ত্রাসী দিয়ে ভয়ভীতি দেখিয়ে দরপত্র অংশগ্রহ‌নে বাধা দেওয়ার ঘটনা ঘ‌টে। এতে ক্ষোভ প্রকাশ ক‌রে বাংলাদেশ পর্যটন করপোরেশনের চেয়ারম‌্যান বরাবর লি‌খিত অ‌ভি‌যোগ দি‌য়ে‌ছেন ক্ষতিগ্রস্থ ব্যবসায়ীরা।

ভুক্ত‌ভোগী‌দের অভি‌যোগ, কক্সবাজারের হোটেল শৈবালের আওতাধীন গলফ মাঠের ১৬ একর ৮২ শতাংশ উন্মুক্ত জমি পর্যটন শিল্প সংশ্লিষ্ট কার্যক্রম পরিচালনার জন্য এক বছরের জন্য লিজ প্রদানের লক্ষ্যে আগ্রহী ব্যক্তি/প্রতিষ্ঠানের নিকট হতে দরপত্র আহ্বান করে ক‌রে বাংলাদেশ পর্যটন করপোরেশন। এ দরপত্রে অংশগ্রহ‌নের শেষ তা‌রিখ ছি‌লো ২২ মে সকাল সা‌ড়ে ৯টা থে‌কে দুপুর ২টা পর্যন্ত। দরপ‌ত্রে অংশগ্রহণ কর‌তে পর্যটন করপোরেশনে আসেন কক্সবাজারের স্থানীয় বাসিন্দা ও পর্যটন ব্যবসায়ীরা। এ দরপ‌ত্রে ৩১ টা সিডিউল বিক্রি করা হয়। তার ম‌ধ্যে ৩‌টি দরপত্র জমা নেওয়া হয়। বাকি‌ ২৮ জনকে স্থানীয় সন্ত্রাসী দিয়ে ভয়-ভীতি দেখিয়ে কর‌পো‌রেশ‌নে প্রবেশ কর‌তে দেওয়া হয়‌নি। প‌রে এ বিষ‌য়ে পর্যটন করপোরেশন চেয়ারম‌্যা‌নের কা‌ছে লি‌খিত অ‌ভি‌যোগ দেয় ক্ষ‌তিগ্রস্থ ব‌্যবসায়ীরা। 

এ বিষ‌য়ে ক্ষ‌তিগ্রস্থ ব‌্যবসায়ী মেসার্স আইল্যান্ড এন্টারপ্রাইজের আলমগীর হোসেন বাবু কালবেলাকে ব‌লেন, আমি গত ২২শে মে দুপুর ১২টার দিকে পর্যটন কর্পোরেশন হেড অফিসে টেন্ডার জমা দিতে গেলে ২৮ নং ওয়ার্ডের ইউনিট বিএনপি সভাপতি হাবিবুর রহমান পান্নাসহ ৬০ থেকে ৭০ জন লোক আমাদেরকে টেন্ডার ফেলতে বাধা দেয়। যার কারণে আমরা ২৮ জন ভুক্তভোগী টেন্ডার সিডিউল ফেলতে পারি নাই। ওয়ার্ড বিএন‌পির সাধারণ সম্পাদক রেজা সে‌লি‌মের নেতৃত্বে একটি পক্ষ নিজেদের মধ্যে তিনটি শিডিউল টেন্ডার বক্সে জমা দেয়। আমরা এ টেন্ডার বাতিল করে পুনরায় টেন্ডার আহ্বান করার জন্য পর্যটন কর্তৃপক্ষের কাছে বিনীত অনুরোধ জানাচ্ছি। 

নাদিয়া এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী হামিদুল ইসলাম পুতু ব‌লেন, সকাল সাড়ে ১১ টার দি‌কে ওই জায়গায় পৌছা‌লে আগারগাঁও পর্যটন কর্পোরেশনের গে‌টে ৭০ থেকে ৮০ জন অপরিচিত ব্যাক্তি আমার গতিরোধ করে। আমাকে জিজ্ঞাসা করে কোথায় যাচ্ছি? উত্তরে বলেছি টেন্ডার ফেলার জন্য যাচ্ছি। এই কথা শুনার সাথে সাথে তারা আমার সাথে খারাপ আচরণ করা শুরু করে। তারপর ধাক্কা মেরে আমাকে তাড়িয়ে দেয়। তার বলে আমি যেন অফিসের আশেপাশে না থাকি। দুপুর ২টার পরে অপরিচিত ব্যাক্তিরা চলে গেলে আমরা ভুক্ত‌ভোগী ২০ থে‌কে ২৫ জন পর্যটন কর্পোরেশনের চেয়ারম্যান বরাবরে মৌখিক অভিযোগের পাশাপাশি লিখিত অভিযোগ করি। আমা‌দের দা‌বি একটাই, প্রহসনের টেন্ডার বাতিল করে পুনরায় টেন্ডারের আহ্বান কর‌তে হ‌বে। 

২৮ নম্বর ওয়ার্ড ইউনিট বিএন‌পির সহ-সভাপতি মো. হা‌বিবুর রহমান পান্না কালবেলাকে ব‌লেন, আমি কোনো টেন্ডার কাছে বাধা দেয়নি সাধারণ সম্পাদক রেজা সে‌লিম তিনি এসব ক‌রে‌ছে। টেন্ডারের বিষয়ে আমি কিছু করেনি। 

২৮ নম্বর ওয়ার্ড বিএন‌পির সাধারণ সম্পাদক রেজা সে‌লি‌ম কালবেলাকে ব‌লেন, আমি কোনো বাধা দেয়নি। এসব কথা ভি‌ত্তিহীন কথা। আমি একটি মিটিংয়ে এই বলে তিনি ফোন কেটে দেন।

বাংলাদেশ পর্যটন করপোরেশনের চেয়ারম‌্যান সা‌য়েমা শাহীন সুলতানাকে ফোন দিলে নাম্বার বন্ধ পাওয়া যায়।
 

Read Entire Article