পারলেন না নোয়াহ লাইলস, পারলেন না জুলিয়ান আলফ্রেড। প্যারিস অলিম্পিক গেমস অ্যাথলেটিক যারা মাতিয়ে ছিলেন, সেই দুই মহাতারকা ওয়ার্ল্ড অ্যাথলেটিকসে এসে জাপানের আকাশে খসে পড়লেন। এমন দুজনের কাছেই হার মানলো যারা এবারের ওয়ার্ল্ড অ্যাথলেটিকসে আলোচনায় ছিলেন না। বিশ্বের দ্রুততম মানব-মানবীর খেতাব জয় করলেন জামাইকার অবলিক সেভিল এবং যুক্তরাষ্ট্রেরই নারী অ্যাথলেট মেলিসা জেফারসন। নতুন মুখ দেখলো দুনিয়া।
টোকিওর... বিস্তারিত