টোকিও লিফট অব চলচ্চিত্র উৎসব ২০২৫-এ সেরা পূর্ণদৈর্ঘ্য সিনেমার পুরস্কার জিতে নিয়েছে রুনা খান অভিনীত ‘নীলপদ্ম’।
পুরস্কার প্রাপ্তির পর এই সিনেমার নির্মাতা তৌফিক এলাহি গণমাধ্যমকে বলেন, “টোকিও লিফট অব ফেস্টিভালে ‘নীলপদ্ম’ সিলেকশনে ছিলো। জুরিরা সিনেমাটিকে নানানভাবে বিচার বিশ্লেষণ করে মার্কিং করছিলেন। সমস্ত আপডেটই ইমেইল যোগে পাচ্ছিলাম। কিন্তু সিনেমাটি যে নির্বাচিত বহু... বিস্তারিত