ট্রফি উদযাপনের দিনে রাজশাহী-বগুড়াবাসীকে যে বার্তা দিলেন মুশফিক

যোগ্য দল হিসেবেই বিপিএলের এবারের আসরে চ্যাম্পিয়ন হয়েছে রাজশাহী ওয়ারিয়র্স। নিলামের টেবিল থেকে শুরু করে খেলার মাঠ এবং মাঠের বাইরে সব জায়গায় দলটি ছিল দুর্দান্ত। ফাইনালেও একপেশে খেলে রীতিমতো উড়িয়েই দিয়েছে চট্টগ্রাম রয়্যালসকে। সেই চ্যাম্পিয়ন ট্রফি নিয়েই আজ রাজশাহী সফরে গিয়েছে রাজশাহী ওয়ারিয়র্স। রাজশাহীর স্থানীয় লোকজনও বর্ণাঢ্য আয়োজনে স্বাগত জানিয়েছেন দলের ক্রিকেটার, কোচদের। প্রিয় দলের শিরোপা উদযাপনকে ঘিরে রীতিমতো উৎসবের নগরে পরিণত হয়েছে রাজশাহী। ট্রফি উদযাপনে গিয়ে রোমাঞ্চিত মুশফিকুর রহিম। সেখানে গণমাধ্যমকর্মীদের মুখোমুখি হয়ে অভিজ্ঞ এই ক্রিকেটার বলেন, ‘আলহামদুলিল্লাহ ভালো লেগেছে সবার ভালোবাসা পেয়ে। এটা অবশ্যই আমি মনে করি রাজশাহীবাসীর প্রাপ্য ছিল। অনেক দিন পর ট্রফি জিতেছে। নাবিল গ্রুপের জন্য বড় পাওয়া, তারা প্রথমবার ট্রফি জিতে প্রথমবারেই চ্যাম্পিয়ন হয়েছে।’ মুশফিকুর রহিম এসময় আরও বলেন, ‘তাদের ভালোবাসা পেয়ে খুবই ভালো লেগেছে। আমাদের এই চ্যাম্পিয়নশিপের আনন্দটা দ্বিগুণ হয়েছে তাদের সাথে আনন্দটা ভাগ করে নিয়েছি।’ কথা বলেছেন ঐতিহ্যবাহী রাজশাহী বিশ্ববিদ্যালয়ের গণজোয়ার নিয়েও। মুশফিকের ভাষায়, ‘অসম্ভব স

ট্রফি উদযাপনের দিনে রাজশাহী-বগুড়াবাসীকে যে বার্তা দিলেন মুশফিক
যোগ্য দল হিসেবেই বিপিএলের এবারের আসরে চ্যাম্পিয়ন হয়েছে রাজশাহী ওয়ারিয়র্স। নিলামের টেবিল থেকে শুরু করে খেলার মাঠ এবং মাঠের বাইরে সব জায়গায় দলটি ছিল দুর্দান্ত। ফাইনালেও একপেশে খেলে রীতিমতো উড়িয়েই দিয়েছে চট্টগ্রাম রয়্যালসকে। সেই চ্যাম্পিয়ন ট্রফি নিয়েই আজ রাজশাহী সফরে গিয়েছে রাজশাহী ওয়ারিয়র্স। রাজশাহীর স্থানীয় লোকজনও বর্ণাঢ্য আয়োজনে স্বাগত জানিয়েছেন দলের ক্রিকেটার, কোচদের। প্রিয় দলের শিরোপা উদযাপনকে ঘিরে রীতিমতো উৎসবের নগরে পরিণত হয়েছে রাজশাহী। ট্রফি উদযাপনে গিয়ে রোমাঞ্চিত মুশফিকুর রহিম। সেখানে গণমাধ্যমকর্মীদের মুখোমুখি হয়ে অভিজ্ঞ এই ক্রিকেটার বলেন, ‘আলহামদুলিল্লাহ ভালো লেগেছে সবার ভালোবাসা পেয়ে। এটা অবশ্যই আমি মনে করি রাজশাহীবাসীর প্রাপ্য ছিল। অনেক দিন পর ট্রফি জিতেছে। নাবিল গ্রুপের জন্য বড় পাওয়া, তারা প্রথমবার ট্রফি জিতে প্রথমবারেই চ্যাম্পিয়ন হয়েছে।’ মুশফিকুর রহিম এসময় আরও বলেন, ‘তাদের ভালোবাসা পেয়ে খুবই ভালো লেগেছে। আমাদের এই চ্যাম্পিয়নশিপের আনন্দটা দ্বিগুণ হয়েছে তাদের সাথে আনন্দটা ভাগ করে নিয়েছি।’ কথা বলেছেন ঐতিহ্যবাহী রাজশাহী বিশ্ববিদ্যালয়ের গণজোয়ার নিয়েও। মুশফিকের ভাষায়, ‘অসম্ভব সুন্দর লেগেছে। রাজশাহীবাসীর এটা প্রাপ্য ছিল। আমাদের আনন্দটা দ্বিগুণ হয়েছে তাদের কাছে আসতে পেরে। খুবই ভালো লাগত তাদের মাঝে থাকতে পারলে তবে এটা একটু অসম্ভব। খুবই ভালো লেগেছে তাদের ভালোবাসা দেখতে পেরে আলহামদুলিল্লাহ।’ বিপিএলের ভেন্যু হিসেবেও রাজশাহী এবং বগুড়াকে দেখতে চান মুশফিক। এই দুই অঞ্চলের মানুষকে আশার বার্তা দিয়ে মুশফিক বলেন, ‘রাজশাহী বগুড়া দুই মাঠেই বিপিএল হওয়া উচিত। বিপিএল হওয়ার জন্য যা করা উচিত, এক বছর সময় আছে আশা করি বিসিবি এগুলো দেখছে। যদি রাজশাহী এবং বগুড়াতে খেলা হয় তাহলে দর্শক আরও বেশি হবে।’ বিপিএলে মুশফিকের সময়টা এখন দারুণ কাটছে। এর আগে বিপিএলের ২০২৪ এবং ২০২৫ সালের মৌসুমেও চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেন তিনি। তবে সেবার ফরচুন বরিশালের হয়ে ট্রফি জিতেছিলেন বাংলাদেশের ক্রিকেটের পঞ্চপাণ্ডবের একজন মুশফিকুর রহিম। 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow