ট্রাইব্যুনালে ৫৩ জনের বিরুদ্ধে গুম নির্যাতনের অভিযোগ শিবিরের
বিভিন্ন সময়ে গুম ও নির্যাতনের শিকার হয়ে পঙ্গু হওয়ার কারণে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটরের কার্যালয়ে অভিযোগ দিয়েছেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত সাতজন। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য, আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের ৫৩ জনকে আসামি করা হয়েছে। গতকাল সকালে ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটরের কার্যালয়ে তারা এ অভিযোগ দেন। অভিযোগকারীরা হলেন- রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্রশিবিরের কর্মী মো. জনি ইসলাম, চট্টগ্রামের বাঁশখালী থানার শিবিরকর্মী মো. আবদুল করিম, চট্টগ্রামের রাঙ্গুনিয়ার শিবিরকর্মী মো. সাইফুল ইসলাম, ঢাকার ভাটারা থানা শিবিরের তৎকালীন সভাপতি মো. নুরুল আমিন,