ট্রাক ও অটোরিকশা সংঘর্ষে নিহত ১

2 weeks ago 16
কিশোরগঞ্জে ট্রাক ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে শরিফুল ইসলাম শরীফ (৪০) নামে একজন নিহত হয়েছেন। শুক্রবার (২৯ আগস্ট) সকালে ভৈরব কিশোরগঞ্জ আঞ্চলিক মহাসড়কের মাইজহাটি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।  নিহত শরিফুল ইসলাম শরীফ বাজিতপুর উপজেলার গজারিয়া এলাকার মৃত বকুল মিয়ার ছেলে। দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন কটিয়াদী হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মারগুব তৌহিদ। জানা যায়, সকালে দুর্ঘটনার শিকার সিএনজিটি কোনো যাত্রী ছাড়াই কটিয়াদী থেকে কিশোরগঞ্জ যাচ্ছিল। এ সময় মাইজহাটি এলাকায় পৌঁছালে কিশোরগঞ্জ থেকে ভৈরবের উদ্দেশ্যে ছেড়ে আসা ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়ে ঘটনাস্থলে সিএনজিচালক শরিফুল ইসলাম শরীফ মারা যায়। পরে পুলিশ এসে লাশ উদ্ধার করে। কটিয়াদী হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মারগুব তৌহিদ জানান, খবর পেয়ে আমরা ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করি। সিএনজিটি খালি থাকায় এ ঘটনায় আর কেউ আহত হয়নি। সিএনজি ও ট্রাকটি জব্দ করা হয়েছে, তবে ট্রাকের ড্রাইভার পলাতক। যান চলাচল স্বাভাবিক রয়েছে। পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়া দিন।
Read Entire Article