ট্রাক-বাসের সংঘর্ষে প্রাণ গেল শিশুসহ মায়ের
কক্সবাজারের চকরিয়ায় ট্রাক ও বাসের সংঘর্ষে আইরিন নিগার নামে এক নারী ও তার কোলে থাকা শিশুসন্তান আরহান নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত পাঁচজন।
রোববার (২৩ ফেব্রুয়ারি) দিবাগত রাত ৩টার দিকে উপজেলার হারবাং ইউনিয়নের গয়ালমারা এলাকার চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত আইরিন নিগার (৩৫) চট্টগ্রামের আনোয়ারা উপজেলার বাসিন্দা নোমান রশিদের স্ত্রী।
চিরিংগা হাইওয়ে পুলিশের ওসি মো. আরিফুল আমিন কালবেলাকে বলেন, কক্সবাজারমুখী ট্রাকটি পাথরবোঝাই ছিল। হারবাং গয়ালমারা এলাকায় ওই ট্রাকের সঙ্গে বিপরীত দিক থেকে আসা হানিফ পরিবহনের বাসের সংঘর্ষ হয়। এ সময় বাসের সামনের অংশ দুমড়েমুচড়ে যায়। ঘটনাস্থলেই প্রাণ হারান বাসের যাত্রী আইরিন নিগার ও কোলে থাকা তার শিশু সন্তান আরহান। আহত হন আরও পাঁচজন।
তিনি আরও বলেন, দুর্ঘটনাকবলিত গাড়ি দুটি জব্দ করা হয়েছে। এ বিষয়ে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।