ট্রাক-মোটরসাইকেলের সংঘর্ষে ইউপি চেয়ারম্যান নিহত

2 hours ago 5

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে ট্রাক ও মোটরসাইকেলের সংঘর্ষে আব্দুর রাজ্জাক নামে এক ইউপি চেয়ারম্যান নিহত হয়েছেন। মঙ্গলবার (১৮ মার্চ) দুপুরে ভূরুঙ্গামারী-কুড়িগ্রাম সড়কের দেওয়ানের খামার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত আব্দুর রাজ্জাক নাগেশ্বরী উপজেলার বল্লভের খাষ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান।  

নিহতের স্বজনরা জানান, চেয়ারম্যান আব্দুর রাজ্জাক মোটরসাইকেলে ভূরুঙ্গামারী থেকে নাগেশ্বরী যাওয়ার পথে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে সংঘর্ষ হয়। এতে আব্দুর রাজ্জাক গুরুতর আহত হন। স্থানীয় ও স্বজনরা তাকে উদ্ধার করে প্রথমে ভূরুঙ্গামারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে রংপুর ডক্টরস ক্লিনিকে ভর্তি করান। সন্ধ্যা সাড়ে ৭টার দিকে তিনি মারা যান।

ভূরুঙ্গামারী থানার ওসি মো. আল হেলাল মাহামুদ কালবেলাকে বলেন, দুর্ঘটনার সঙ্গে সঙ্গে ট্রাকচালক পালিয়ে গেছে। ঘাতক ট্রাকটি থানায় আটক আছে। এ বিষয়ে অভিযোগ পেলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

Read Entire Article