ট্রাকের চাকায় পিষ্ট হয়ে প্রাণ গেল যুবকের

2 months ago 36
সিলেটের বিমানবন্দর সড়কে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে মোটরসাইকেল আরোহী এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন তিনজন। বুধবার (১৩ নভেম্বর) রাত সাড়ে ১০টার দিকে বিমানবন্দর সড়কের মালনিছড়া চা বাগান এলাকায় এ দুর্ঘটনা ঘটে।  নিহতের নাম, তানজিল করিম (১৮)। তিনি দক্ষিণ সুরমা উপজেলার কুচাই গ্রামের রেজাউল করিম রাজনের ছেলে। জানা গেছে, তানজিল মোটরসাইকেল চালিয়ে সিলেট শহর থেকে বিমানবন্দরের দিকে যাচ্ছিলেন। রাত সাড়ে ১০টায় মালনিছড়া চা বাগানের সামনে একটি সিএনজিচালিত অটোরিকশার পাশে চলার সময় বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে প্রথমে তার মোটরসাইকেলের সংঘর্ষ হয়। এ সময় তানজিল ট্রাকের চাকার নিচে পড়ে যান এবং ঘটনাস্থলে মারা যান। দুর্ঘটনায় আরও তিনজন আহত হয়েছেন। এয়ারপোর্ট থানার ওসি সৈয়দ মো. আনিসুর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, ট্রাকচালক আরিফকে আটক করে দুর্ঘটনাকবলিত গাড়ি হেফাজতে নেওয়া হয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হবে।
Read Entire Article