ট্রাকের সঙ্গে সংঘর্ষ, মোটরসাইকেল আরোহী ২ যুবক নিহত

2 months ago 23
পাবনার বেড়া উপজেলার আমিনপুরে পেঁয়াজবোঝাই ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেল আরোহী দুই যুবক নিহত হয়েছে।  বুধবার (২৮ মে) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে মাসুমদিয়া ইউনিয়নের ছোট নওগাঁ এলাকার কাজিরহাট-কাশিনাথপুর সড়কে এ ঘটনা ঘটে। নিহতরা হলেন- জাতসাখিনী ইউনিয়নের কৃষ্ণপুর গ্রামের আলম হোসেনের ছেলে মো. মুন হোসেন (২২), সন্ন্যাসী বাধা এলাকার আবুল কাশেমের ছেলে সৌরভ (২০)। আমিনপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মোস্তফা ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, নিহত দুজন যুবক মোটরসাইকেলযোগে কাজিরহাট ফেরিঘাট এলাকা থেকে নগরবাড়িতে যাওয়ার সময় ছোট নওগাঁ গ্রাম এলাকায় পৌঁছালে নগরবাড়ি হতে কাজিরহাটগামী পেঁয়াজবোঝাই একটি ট্রাকের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। মোটরসাইকেল চালক মুন ট্রাকের চাকার নিচে পড়ে ঘটনাস্থলেই নিহত হয়। মোটরসাইকেল আরোহী সৌরভের ডান পা ভেঙ্গে যায়। স্থানীয়রা তাকে দ্রুত উদ্ধার পাবনা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তাৎক্ষণিক পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ওসি গোলাম মোস্তফা বলেন, ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেল আরোহী দুজনের মৃত্যু হয়েছে। মরদেহ পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে। কারো পরিবার এখনো কোন অভিযোগ দেয়নি। অভিযোগ দিলে খতিয়ে দেখা হবে। তবে ট্রাকচালক ট্রাক নিয়ে দ্রুত পালিয়ে যাওয়ায় আটক ও জব্দ করা সম্ভব হয়নি।
Read Entire Article